জামাতের ডাকা ধর্মঘটে বুধবার ঢাকার রাস্তাঘাট।
জামাত-ই-ইসলামির ডাকা হরতালে বুধবার বাংলাদেশের জনজীবন স্বাভাবিকই ছিল। দেশের মানুষ এই হরতালে সাড়া দেননি। রাজধানী ঢাকা সহ সারা দেশে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করেছে।
’৭১-এর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামাত নেতা মির কাসেম আলির মৃত্যুদন্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল জামাত।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাহরুফ হোসেন সরদার জানান, হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই বিভিন্ন রাস্তার মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তিনি আরও জানান, হরতাল চলাকালে ঢাকা বা অন্য কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
আরও পড়ুন- জামাত নেতা মীর কাসেমের ফাঁসিই বহাল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy