সিরিজ হারার ভয় নেই আর। আছে জয়ের হাতছানি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শনিবার শেষ ওয়ানডেটা নিজেদের করে নিতে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ঐতিহাসিক এক মহাকাব্য রচনা করতে পারবে বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজা ছুটতে চান সেই হাতছানির দিকেই। আক্রমণাত্মক ক্রিকেট খেলেই পেতে চান আরও একটি সাফল্যের দেখা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃ্ষ্টিতে। শনিবার শেষ ওয়ানডে জিতলে সিরিজ বাংলাদেশের। বাড়বে মহামূল্য দুটি রেটিং পয়েন্ট।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মাশরাফি বললেন, যে পথে হেঁটে মিলেছে সাফল্যের দেখা, শেষ ম্যাচে সেই পথেই এগোতে চান তারা।
“রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছি। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইব আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।”
শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সন্দেহ নেই শততম টেস্টে জয় ও প্রথম ওয়ানডে জয়ে সিরিজের তৃতীয় ম্যাচটিতে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। তা ছাড়া খরের দলের চেয়ে সফরকারীরা এগিয়ে থাকছে শক্তিমত্তা ও অভিজ্ঞতায়, পাশাপাশি সাথে থাকছে টইটম্বুর আত্মবিশ্বাসও।
আরও পড়ুন: বিখ্যাত এই ফুটবলাররা কোনও বড় আন্তর্জাতিক ট্রফি জেতেননি
তবে এই সিরিজ দিয়ে টাইগারদের আর র্যাঙ্কিংয়ে ৬-এ ওঠা হচ্ছে না। কেন না দ্বিতীয়টি বৃষ্টিতে পণ্ড হওয়ায় বাংলাদেশ ২-০ তে সিরিজ জিতলে পয়েন্ট হবে ৯৫। আর ১-১এ সমতা হলে পয়েন্ট হবে ৯২। ফলে ৭ নম্বরেই থাকতে হবে।
তবে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান হারানোর ভীতি লঙ্কানরা কাটিয়ে উঠেছে। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বেশ নিশ্চিন্তেই ছয়ে থেকে সিরিজ শেষ করতে পারবে। সেটা ২-০ তে সিরিজ হেরে গেলেও।
সন্দেহ নেই, সফরকারীদের কাছে টানা দুই হারে জয়ের জন্য মুখিয়ে থাকা লঙ্কানরা নিজেদের সামর্থের সর্বোচ্চটি দিয়েই এই ম্যাচে খেলবে। তবে সেটা অবশ্যই চাপে থেকে। ঘরের মাটিতে মান বাঁচানোর প্রশ্নে নিশ্চয়ই আপোস করবে না শ্রীলঙ্কা। আর এই বিষয়টিই শেষ ম্যাচে লঙ্কানদের সব চাইতে বড় চাপের কারণ হয়ে দাঁড়াবে।
এখন দেখার বিষয় হলো, লঙ্কানদের এই চাপকে পুঁজি করে মাশরাফিরা কতটা নিপুণ হাতে কলম্বো জয় করতে পারেন!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy