Arrest

বিদেশে কাজের নামে আটকে রাখার অভিযোগে ধৃত এক

মঙ্গলবার বনগাঁর বাগানগ্রাম এলাকা থেকে ধরা হয় তাকে। বুধবার শহিদুলকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৯:২৪
বুধবার শহিদুলকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার শহিদুলকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। —প্রতীকী চিত্র।

বিদেশে কাজ দেওয়ার নামে আর্থিক প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শহিদুল মণ্ডল। মঙ্গলবার বনগাঁর বাগানগ্রাম এলাকা থেকে ধরা হয় তাকে। বুধবার শহিদুলকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে বাংলানি ও বাগানগ্রাম এলাকার ন’জন বাসিন্দা মালয়েশিয়ায় কাজ করতে গিয়েছিলেন। বাগানগ্রাম এলাকারই বাসিন্দা আশাদুল মণ্ডল আগে থেকে মালয়েশিয়ায় থাকত। অভিযোগ, আশাদুলই টাকার বিনিময়ে সকলকে কাজের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। কিন্তু সেখানে কাজ মেলেনি। উল্টে, ওই ন’জনের পাসপোর্ট ও ভিসা কেড়ে নেওয়া হয়। পরিবারগুলির অভিযোগ, তাঁদের আটকে রাখা হয়েছে। দেশেও ফিরতে পারছেন না কেউ। মঙ্গলবার প্রতারিতদের পক্ষ থেকে টুম্পা সরকার নামে এক মহিলা থানায় শহিদুল-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্ত হল আশাদুল এবং এবং তার স্ত্রী শাহানারা মণ্ডল।

টুম্পা পুলিশকে জানান, ২০২৩ সালের পয়লা মে তাঁর স্বামী-সহ ন’জন আশাদুলের কথায় মালয়েশিয়া যান। প্রত্যেকের কাছ থেকে তিন লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। আশাদুলের ভাই শহিদুল এবং স্ত্রী শাহানারা টাকা নিয়েছিল বলে টুম্পার দাবি। তাঁর অভিযোগ, ‘‘৫ জানুয়ারি বিকেলে আমার স্বামী লুকিয়ে ফোন করে জানান, তাঁদের কাজ দেওয়া হয়নি। পাসপোর্ট-ভিসা কেড়ে আটকে রাখা হয়েছে। ঠিক মতো খেতেও দেওয়া হচ্ছে না।’’ পুলিশ জানিয়েছে, শহিদুলকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ায় আটকে থাকা লোকজনকে ফিরিয়ে আনতে এবং টাকা ফিরিয়ে দিতে সে সাহায্য করবে বলেছে, দাবি পুলিশের।

Advertisement
আরও পড়ুন