Gangasagar Mela 2025

গঙ্গাসাগরে তিন লক্ষাধিক টাকা, মোবাইল ছিনতাই! কান্নায় ভেঙে পড়লেন উলুবেড়িয়ার প্রৌঢ়

গঙ্গাসাগরে পুণ্যার্থীর তিন লক্ষাধিক টাকা এবং মোবাইল ছিনতাই করে পালাল ছিনতাইকারীরা। সব খুইয়ে মেলা চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:১৪
গঙ্গাসাগরে তিন লক্ষাধিক টাকা ছিনতাই!

গঙ্গাসাগরে তিন লক্ষাধিক টাকা ছিনতাই! —ফাইল চিত্র।

গঙ্গাসাগরে পুণ্যার্থীর তিন লক্ষাধিক টাকা এবং মোবাইল ছিনতাই করে পালাল ছিনতাইকারীরা। সব খুইয়ে মেলা চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন উলুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে আসা প্রৌঢ়। সিসি ক্যামেরার নজরদারি, পুলিশি টহল সত্ত্বেও এই ঘটনা ঘটল কী ভাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

উলুবেড়িয়া থানার জগরামপুর-বাঁশবেড়িয়া এলাকা থেকে গঙ্গাসাগরে এসেছিলেন শ্যাম মাখাল। সেখানকার একটি আশ্রম থেকে প্রায় ১৫০ জন পুণ্যার্থীকে নিয়ে গঙ্গাসাগরে আসেন তিনি। রবিবার কপিলমুনির আশ্রমের কাছে পাঁচ নম্বর রাস্তার ধারে শৌচাগারে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই তাঁর হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় কয়েক জন দুষ্কৃতী। থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়।

পরে ব্যাগ এবং সেখানে থাকা কাগজপত্র ফিরে পেলেও টাকা আর মোবাইল পাননি শ্যাম। ব্যাগ ফিরে পাওয়ার পরে মেলা চত্বরেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। যদিও এখনও পর্যন্ত ছিনতাইকারীদের সন্ধান পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন