Tiger Straying in Sundarbans

কুলতলিতে বাঘ ‘ফিরে এল’! নদীর পারে পায়ের ছাপ দেখে বনকর্মীরা জাল দিয়ে ঘিরলেন এলাকা

দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নগেনাবাদ সংলগ্ন নদীর পারে পায়ের ছাপ দেখার পর ঝুঁকি না নিয়ে বনকর্মীরা এলাকা ঘিরে ফেলেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
Forest Department of South 24 Parganas trying to return tiger to jungle of Sundarbans that had entered the village of kultali again

আবার বাঘ কুলতলিতে? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রামবাসীদের আশঙ্কা ছিল। সেটা সত্যি করে আবার বাঘের আতঙ্ক দেখা দিল কুলতলির মৈপীঠে। শ্রীকান্ত পল্লি-কিশোরীমোহনপুর এলাকার পর এ বার কয়েক কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতেরই নগেনাবাদে। বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পারে ম্যানগ্রোভের ঝোপে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতে আবার আজমলমারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাদাবনে ঢুকে পড়েছে বাঘ।

Advertisement

—নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে আমাদের কাছে অভিযোগ এসেছে, জঙ্গল ছেড়ে বাঘ গ্রামে ঢুকেছে। তবে এখনও বাঘের দেখা মেলেনি। বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’’ দক্ষিণ ২৪ পরগনার সহকারী বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) অনুরাগ চৌধুরী, রায়দিঘির রেঞ্জার শুভায়ু সাহা এবং চিতুড়ির বিট অফিসার শামিম আহমেদ ঘটনাস্থলে রয়েছেন।

বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’ (ডব্লিউটিআই)-র সুন্দরবন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বাঘ যাতে কোনও অবস্থাতেই লোকালয়ে চলে আসতে না-পারে, সে জন্য নজরদারি চালাচ্ছেন বন বিভাগের কর্মী ও আধিকারিকেরা। প্রসঙ্গত, গত রবিবার রাতে নগেনাবাদের কয়েক কিলোমিটার দক্ষিণে নলগোড়া বিটের অন্তর্গত শ্রীকান্ত পল্লি-কিশোরীমোহনপুর এলাকায় বাঘ ঢুকেছিল। শোনা গিয়েছিল তার গর্জন। শেষ পর্যন্ত বুধবার বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছিল বলে বন দফতরের তরফে জানানো হয়েছিল।

Advertisement
আরও পড়ুন