হলুদে চুল বাড়ে, আবার খুশকিও দূরে থাকে! চুল ভাল রাখতে কী ভাবে হলুদ খাবেন?
হলুদ ব্যাকটেরিয়ারোধক এবং রক্ত সঞ্চালনেও সাহায্য করে, তার প্রভাব পড়ে মাথার ত্বকেও। তা ছাড়া হলুদে আছে কারকিউমিন, যাতে রোগ নিরাময়ে কার্যকর এবং চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে প্রমাণ পাওয়া গিয়েছে।