Chocolate Facial

চকোলেট খাওয়া বারণ? ব্যবহার করুন রূপচর্চায়, ডার্ক চকোলেট মাস্ক কী ভাবে বানাবেন?

ডার্ক চকোলেট এমনিতেই উপকারী। আর তাই দিয়ে যদি ফেস-মাস্ক বানানো যায়, তা হলে তো কথাই নেই। শুষ্ক ও নিষ্প্রাণ ত্বক জেল্লাদার হবে খুব তাড়াতাড়ি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯
Benefits of Dark Chocolate mask for skin health

ডার্ক চকোলেট মাস্ক কী ভাবে তৈরি করবেন? ছবি: ফ্রিপিক।

চকোলেট খেতে কার না ভাল লাগে। কিন্তু যদি চকোলেট খেতে একেবারে মানা করে দেন চিকিৎসকেরা, তা হলে কাজে লাগিয়ে ফেলুন রূপচর্চায়। ডার্ক চকোলেট এমনিতেই উপকারী। আর তাই দিয়ে যদি ফেস-মাস্ক বানানো যায়, তা হলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকোলেট ফেশিয়াল।

Advertisement

চকোলেট মাস্ক কী ভাবে বানাবেন?

পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভাল। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। ত্বক জেল্লাদার হবে কিছু দিনেই।

রোজের গায়ে মাখার সাবানের সঙ্গে খানিকটা কোকো পাউডার মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও ত্বক তরতাজা হবে। বিশেষত শীতে, শুষ্ক ত্বকের যত্নে এই টোটকা খুবই কার্যকরী হতে পারে।

খানিকটা শিয়া বাটার বা পেট্রোলিয়াম জেলি এবং অল্প কোকো পাউডার একসঙ্গে গরম করে ঠান্ডা করে নিন। এই মিশ্রণ লিপবাম হিসেবেও ব্যবহার করতে পারেন। ঠোঁট নরম ও মসৃণ থাকবে।

চকোলেট মাস্ক ব্যবহারে ত্বকের কী লাভ?

ডার্ক চকোলেটে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। রুক্ষ ত্বক সতেজ করে।

রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া ও কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকোলেট ফেশিয়াল।

চকোলেট ফেশিয়াল সপ্তাহে বার দুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।

Advertisement
আরও পড়ুন