নজরদারির ফাঁক গলে বিস্তর মিথ্যা এবং বিপজ্জনক কথা ও ছবি সমাজমাধ্যমে অহরহ প্রচারিত ও পুনঃপ্রচারিত হয়ে থাকে।
ভাবতে অবাক লাগে আজ শিক্ষিত বাঙালিও বাংলা ভাষাকে জ্ঞান চর্চায় প্রয়োগে অনীহা প্রকাশ করছেন। অথচ, দেশ স্বাধীন হওয়ার পর দাবি উঠেছিল রাজ্যের ভাষাই হোক প্রশাসনের ভাষা।