সোনাদানা, কাঁড়ি টাকা, দামি বিদেশি গাড়ি। আয়কর দফতরের হানায় এই সব উদ্ধার হওয়ার খবর শোনা যায় প্রায়ই। তবে মধ্যপ্রদেশে এক অভিযানে কর্তাদের চক্ষু চড়কগাছ, প্রাক্তন বিজেপি বিধায়কের ঘরে এ ছাড়াও বাড়ির পুকুরে মিলেছে তিন-তিনটে কুমির! ডাঙায়, মানে বাড়িতে, কোনও বাঘ যে ছেড়ে রাখা ছিল না, ভাগ্য ভাল। কুমির দিয়ে কী কাজ হত আপাতত তা নিয়ে জল্পনা চলছে। হয়তো ওদের থেকে কুম্ভীরাশ্রু মোচন শিখতেন নেতা, বা ওরা হয়তো আক্ষরিক অর্থেই টাকার কুমির!