সমরেশ বসু নেহাত গল্প উপন্যাস পাঠের আনন্দ দিতে, কলম হাতে তুলে নেননি। তিনি সারা জীবন ঝুঁকি নিয়েছেন, বিতর্কিত হয়েছেন, সমালোচনার মুখে পড়েছেন কিন্তু থেমে যাননি।