বিবেকানন্দকে নিছক হিন্দুত্ববাদীর কোঠায় এ কারণেই ফেলা যাবে না, কারণ দেশ-কালের সাপেক্ষে স্বাদেশিক অহমিকার, ধর্মীয় আদর্শের নির্মাণে সচেষ্ট হলেও তার সীমাবদ্ধতা তিনি নিজেই জানেন।
বাংলাদেশে যা চলছে তাকে কি গণহত্যার রিহার্সাল বলা যায় না? দ্য ব্লাড টেলিগ্রাম নামে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি জে বাস-এর দুরন্ত একটি বই আছে।