Advertisement
E-Paper

বাজেট স্মার্ট ওয়াচ কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, তা না হলে পয়সা নষ্ট!

এই উৎসবের মরসুমে নিজেকে আরও স্মার্ট করে তুলতে অনেকেই হয়তো ভাবছেন স্মার্ট ওয়াচ কেনার কথা। তবে তার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রিয়তোষ দাস

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৯:৫৭
Share
Save

স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে তার ডিজাইনে সবার আগে নজর দিন। দেখতে হবে আপনার হাতের সঙ্গে তা কতটা মানানসই হচ্ছে। স্মার্টওয়াচটি কতটা আরামদায়ক এবং স্ট্র্যাপের মান কতটা ভাল, তা অবশ্যই দেখতে হবে। কারণ দৈনন্দিন ব্যবহারে এগুলি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অবশ্যই ওজনে হাল্কা হলে ভাল, কারণ হাতে পরে থাকার জন্য তা আরামদায়ক।

বাজেট স্মার্ট ওয়াচ কিনলেও দেখে নিতে হবে তাতে প্রয়োজনীয় সমস্ত ফিচার রয়েছে কি না। যেমন Spo2 Sensor, Heart Rate Sensor ইত্যাদির পাশাপাশি বিভিন্ন ধরনের স্পোর্টস মোড আছে কি না দেখে নেবেন। এ ছাড়া, আপনার ঘড়ি স্টেপ কাউন্ট, ক্যালরি কাউন্টের মতো ফিটনেস প্যারামিটারগুলি কতটা সঠিক ভাবে পরিমাপ করতে সক্ষম, তা যাচাই করে নেওয়া জরুরি। তবে স্মার্টওয়াচে সব সময়ে সঠিক পরিমাপ ধরা পড়ে না। তাই মেডিক্যাল গ্যাজেটের উপরে ভরসা রাখা ভাল।

ফোনের মতো স্মার্টওয়াচের ডিসপ্লেও ভাল হওয়া জরুরি। আপনি যদি ভাইব্র্যান্ট রং চান, তবে অবশ্যই AMOLED বা OLED ডিসপ্লে দেখে নেবেন। ডিসপ্লের মাপ এবং আকৃতি অর্থাৎ গোলাকার বা চৌকো ডায়াল-- কোনটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানাবে, তা ঠিকমতো বুঝে নেবেন। আপনার বাজেট যদি একেবারে কম হয়, সে ক্ষেত্রে ips Display নিতে হবে। তবে দেখে নেবেন পিক ব্রাইটনেস যেন 400 Nits-এর নীচে না হয়।

স্মার্টওয়াচটি কোন অ্যাপের মাধ্যমে কাজ করে এবং সেই অ্যাপটি কতটা ব্যবহারের পক্ষে সুবিধাজনক, সে বিষয়টাও গুরুত্বপূর্ণ।

এই ফিচারগুলোর পাশাপাশি আপনার স্মার্টওয়াচটি কতটা টেকসই বা এর ব্যাটারি একটানা কত দিন পরিষেবা দিতে পারবে— এগুলোও বুঝে নিন ঠিক করে। অন্তত সাত দিনের ব্যাটারি ব্যাকআপ না দিলে সেই স্মার্ট ওয়াচ কেনা উচিত নয়। বাজেট স্মার্টওয়াচে সাধারণত IP67 বা IP68 সার্টিফিকেশন থাকে, যা জল এবং ধুলো প্রতিরোধে সহায়তা করে।

মেসেজ এবং সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন স্মার্ট ওয়াচে আসে কি না, মনে করে দেখে নিন। এই ফিচারটি আপনার ফোন ব্যবহারের প্রবণতা কিছুটা কমিয়ে আনবে।

বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ কিনবেন, এমনটা যদি মনস্থির করেই থাকেন, তা হলে এই টিপসগুলো আপনাকে নিশ্চিত ভাবেই সাহায্য করবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Durga Puja 2024 Ananda Utsav 2024 Smartwatches Tech

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}