চোরবাগান মৈত্র বাটির পুজো: এই পুজোর বয়স প্রায় ২৫০ বছর। এই পরিবারের শিকড় ছিল রাজশাহী, বাংলাদেশে। এখন পুজো হয় ১, মুক্তারাম বাবু দ্বিতীয় লেন, কলকাতায়। ১৯১৭ সালে এক বছর পুজো বন্ধ ছিল। তা বাদ দিলে ২৫০ বছর ধরে চলে আসছে পুজো। জানা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়ির নাম দিয়েছিলেন মৈত্রবাটি। এখানে প্রতি বছর বহু মানুষ পুজো দেখতে আসেন। এখানে মা জগদ্ধাত্রীর দুই পাশে জয়া ও বিজয়ার দু’টি মূর্তি রয়েছে।
দুর্গাচরণ মিত্রের জগদ্ধাত্রী পুজো: এই পুজো শুরু হয় ১৭৫২ সালে। বর্তমানে যে দালানটিতে পুজো হয়, সেটি ১৫০ বছরেরও বেশি পুরনো। এখানে শাক্ত রীতি অনুযায়ী পুজো হয়। আগে বলিদানের প্রথা ছিল,যা ১৯৮৯ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখানে দেবীর মুখের রং শিউলি ফুলের কাণ্ডের মতো। এখানে সিংহের মুখ ঘোড়ার মতো, অর্থাৎ সিংহ ঘোটকমুখী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy