১৯৮৬ থেকে বাঙালিকে নান্দনিক ভাবে সাজাতে কলকাতার দক্ষিণাপন থেকে যাত্রা শুরু হয় মধ্যপ্রদেশ সরকার কর্তৃক পরিচালিত মৃগনয়নী এম্পোরিয়ামের। মৃগনয়নীর একমাত্র লক্ষ্য হল মধ্যপ্রদেশের বিভিন্ন স্থান থেকে তাঁতি ও কারিগরদের অপূর্ব শৈল্পিক দক্ষতায় সৃষ্টি করা নানাবিধ পরিধেয় বস্ত্র, হস্তশিল্প ও বিবিধ উপকরণের প্রদর্শন করা।