Advertisement
E-Paper

এই ছবিটা টাটকা ছবি আমার জন্য, এর আগে মুক্তি পাওয়া ছবিগুলো বাসি ছিল: শুভশ্রী

পরমব্রতর কথায়, “আসলে অনেকটা স্নেহ, মায়া, মমতা, ভালবাসা জড়িয়ে আছে। বৌদি কখনও দিদির মতো, কখনও মায়ের মতো, কখনও বন্ধুর মতো। ইদানিং ঘটনাচক্রে বৌদির সঙ্গে কিছু অন্য কনোটেশন জড়িয়ে গিয়েছে।"

'বৌদি ক্যান্টিন' ছবির মিউজিক লঞ্চ

'বৌদি ক্যান্টিন' ছবির মিউজিক লঞ্চ

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৮
Share
Save

পুজোয় আসছে 'বৌদি ক্যান্টিন', এক অন্য স্বাদের গল্প নিয়ে। শ্যাডো ফিল্মস এবং রোডশো ফিল্মসের যৌথ প্রযোজনায় ছবিটির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। এক গৃহবধূর নিজের রান্নার দক্ষতায় ভর করে নিজের পায়ে দাঁড়ানোর গল্প বলবে এ ছবি।

ইতিমধ্যেই 'বৌদি ক্যান্টিন' নিয়ে প্রবল উত্তেজনা দর্শক মহল। পুজো শুরুর আমেজে আগামী ৩০ সেপ্টেম্বর, পঞ্চমীতে মুক্তি পেতে চলেছে এই ছবি। অভিনয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অনুসূয়া মজুমদার প্রমুখ। শ্রীজাতের কথা ও জয় সরকারের সুরে গানগুলি গেয়েছেন ইমন চক্রবর্তী, অর্কদীপ মিশ্র, ঈশান মিত্র, মধুমন্তী বাগচিরা। তার মধ্যে এখনই ‘তিড়িং বিড়িং’, ‘অল্প আঁচেই রান্না হোক’, ‘একলা হতে হতে’ বেশ জনপ্রিয়।

২১ শে সেপ্টেম্বর, বুধবার 'বৌদি ক্যান্টিন'-এর গান প্রকাশ হল সল্টলেকে। পরমব্রত, শুভশ্রী, জয় সরকার, শ্রীজাতের উজ্জ্বল উপস্থিতিতে বর্ণময় হয়ে উঠেছিল অনুষ্ঠান। পরিচালক পরমব্রতের কথায়, “এই ছবির গল্প খুব সহজ। আমরা বড় বেশি জটিল করে ভাবি সব কিছু। কিছু বিষয়ের ক্ষেত্রে সত্যিই মনে হয়, এগুলো নিয়ে কাজ করি। মানুষের গল্প বলি পর্দায়। সেই ভাবনা থেকেই এই ছবি।”

গল্পের প্রধান চরিত্র পৌলমীর ভূমিকায় শুভশ্রী। বাস্তবে মা হওয়ার পরে এটি তাঁর প্রথম ছবি। তিনি বলেন, “এই ছবিটা টাটকা ছবি আমার জন্য। যে ক’টা ছবি মুক্তি পেয়েছে এর আগে, সেগুলো বাসি ছিল। এটা আমি এ বছর রান্না করেছি এবং এ বছরই পরিবেশন করছি।”

'বৌদি ক্যান্টিন' ছবির পোস্টার

'বৌদি ক্যান্টিন' ছবির পোস্টার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কদীপ এবং ঈশানও। ঈশান ধরলেন ‘অল্প আঁচেই রান্না হোক’। অন্য দিকে, অর্কদীপ দু’কলি গেয়ে শোনালেন ‘তিড়িং বিড়িং’। সঙ্গে গলা মেলালেন জয় সরকার। সব মিলিয়েই একেবারে জমজমাট সঙ্গীত সন্ধ্যা!

ছবির গান নিয়ে সুরকার জয় বলেন, “মেদহীন একটা ছবি। গানগুলো সে ভাবেই এসেছে। তিনটে তিন রকমের গান। একটা হালকা চালের। একটা রোজকার জীবনের সঙ্গে রান্নার কিছু উপকরণ মিলিয়ে দেওয়া গান। আর একটা খুব মানসিক টানাপড়েনে থাকা সময়ের গান। তিনটে তিন রকম স্বাদের।”

শ্রীজাতের কথায়, “বৌদি ক্যান্টিন যেমন অন্য একটা গল্প নিয়ে আসছে মানুষের কাছে, তেমনই অন্য রকম গানও নিয়ে আসছে। পরম নিজেও গানের মানুষ। ওর মধ্যে সুর আছে। আমাদের দিয়ে চমৎকার সমস্ত গানের কাজ করিয়ে নিয়েছে। এ বার শ্রোতাদের যদি ভাল লাগে, আমাদের পরিশ্রম সার্থক।”

শেষপাতে পরমব্রতের সংযোজন, “আসলে অনেকটা স্নেহ, মায়া, মমতা, ভালবাসা জড়িয়ে আছে গোটা ব্যাপারটায়। বৌদি কখনও দিদির মতো, কখনও মায়ের মতো, কখনও বন্ধুর মতো। দুর্ভাগ্যজনক ভাবে ইদানিং বৌদির সঙ্গে কিছু অন্য অনুষঙ্গ জড়িয়ে ফেলার প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু আমাদের ছবিতে একটা পরিবারে যে ভাবে বৌদিকে আদরের ডাকে ডাকা হয়, সে ভাবেই শব্দটি ব্যবহৃত হয়েছে।”

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।

Durga Puja 2022 ananda utsav 2022 Parambrata Chattopadhyay Shubhashree Ganguly Tollywood Film Music Release Joy Sarkar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।