প্রতীকী ছবি
বাইকে ঘুরতে চান পুজোর কলকাতায়? এ দিকে, পরিবেশ সচেতনতার বিষয়টিও ভাবাচ্ছে? এ বছর তবে শারদীয়ায় বাড়িতে নিয়ে আসুন নতুন সদস্য - বৈদ্যুতিক স্কুটার। গাড়ির বাজারে এখন বেশ চলতি পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক স্কুটার। রইল তারই হালহকিকত।
বাজাজ চেতক
একবার চার্জ দিলে প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই স্কুটার। সর্বাধিক টর্ক ১৬ এনএম। টিউবলেস টায়ার যুক্ত এবং লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত এই স্কুটারের বিশেষ বৈশিষ্ট্য ডিজিটাল ওডোমিটার এবং কনসোল।
চার্জের সময়: ৫ ঘণ্টা
সর্বাধিক গতি: ৭০ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ১,৪৯,০১৮ টাকা, অফ রোড।
টিভিএস আইকিউব
ডিজিটাল স্পিডোমিটার এবং ডিস্ক ব্রেক যুক্ত এই স্কুটার প্রতি চার্জে ৭৫ কিলোমিটার পথ যেতে পারে। সর্বাধিক টর্ক ১৪০ এনএম। অ্যালয় দিয়ে তৈরি এই স্কুটারের চাকা। নতুন মডেলটিতে রয়েছে ইউজার ইন্টারফেস এবং টিভিএস –এর স্মার্টএক্সোনেক্ট প্রযুক্তি।
চার্জের সময়: ৬ ঘণ্টা
সর্বাধিক গতি: ৭৮ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ৮৭,৬৯১ টাকা, অফ রোড।
ওলা এসওয়ান প্রো
টিউব লেস টায়ার এবং ডিজিটাল স্পিডোমিটার যুক্ত এই স্কুটার প্রায় ১৮১ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এক বার চার্জ দিলে। সর্বাধিক টর্ক ৫৮ এনএম। রিমোট বুট লক, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, অ্যান্টি থেফ্ট অ্যালার্ট, প্রক্সিমিটি লক/আনলক ইত্যাদি অন্যান্য বৈশিষ্ট্যও বেশ আকর্ষণীয়।
চার্জের সময়: ৬ ঘণ্টা ৩০ মিনিট
সর্বাধিক গতি: ১১৫ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ১,৩৭,২০৮ টাকা, অফ রোড।
আথার ৪৫০এক্স
এই স্কুটারের চারটি রাইডিং মোড – ইকো, রাইড, স্পোর্ট এবং র্যাপ। এক বার চার্জ দিলে ১১৬ কিলোমিটার পর্যন্ত যেতে পারে টিউব লেস টায়ার যুক্ত এই স্কুটার। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স যুক্ত এই স্কুটারের সর্বাধিক টর্ক ২৬ এনএম।
চার্জের সময়: ৫ ঘণ্টা ৪০ মিনিট
সর্বাধিক গতি: ৮০ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ১,১৭,০০০ টাকা, অফ রোড।
রিভল্ট আরভি৪০০
লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত এই বাইকের সর্বাধিক টর্ক ১৭০ এনএম। টিউব লেস টায়ার যুক্ত এবং প্রতি চার্জে ১৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই বাইক। এটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। বাইকের ব্যাটারি ফুরিয়ে গেলে নিকটবর্তী রিভল্ট সুইচ স্টেশনে গিয়ে ব্যাটারি বদল করে নেওয়ার মতো সুবিধাও রয়েছে।
চার্জের সময়: ৪ ঘণ্টা ৩০ মিনিট
সর্বাধিক গতি: ৮৫ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ১,২৪,৯৯৯ টাকা, অফ রোড।
ওকিনাওয়া আই–প্রেইজ+
বেল্ট ড্রাইভ এবং লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত এই স্কুটার ১৩৯ কিলোমিটার পর্যন্ত যেতে পারে প্রতি চার্জে। টিউব লেস টায়ার এবং ডিস্ক ব্রেক যুক্ত এই স্কুটারে রয়েছে জিও ফেন্সিং, ভার্চুয়াল স্পিড লিমিট, কার্ফু আওয়ার্স-এর মতো সুবিধাগুলি।
চার্জের সময়: ৪-৫ ঘণ্টা
সর্বাধিক গতি: ৫৮ কিমি প্রতি ঘণ্টা
মূল্য: ৯৯,৭০৮ টাকা, অফ রোড।
তা হলে আর দেরি কিসের? আজই বুকিং করে ফেলুন আপনার পছন্দের বৈদ্যুতিন স্কুটার। নতুন বাইকে জমে যাক পুজোর ঘোরাঘুরি!
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের অংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy