Advertisement

Associate Partner

Raymond

Associate partner

Associate Partner

Associate Partner

Before Durga Puja actresses who played pivotal roles in this year's Mahalaya programme

কোন কোন নায়িকা দেখা দিল এবার দুর্গারূপে- দেখে নিন ফটোগ্যালারি

পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু। প্রতি বছরের মতো এ বছরও আপনার বিনোদনের জন্য চ্যানেলগুলি পরিবেশন করল মহালয়ার অনুষ্ঠান বা মহিষাসুরমর্দিনী। চলুন দেখে নেওয়া যাক এ বার দুর্গার বিভিন্ন রূপে ছোট এবং বড় পর্দার কোন কোন নায়ক নায়িকাদের দেখা গেল।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৮:৩৯
Share: Save:
০১ ১৪
দেবী দুর্গা রূপে দেখা ফের দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে টানা ছয় বছর মহিষাসুরমর্দিনীতে অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ঘরনি।

দেবী দুর্গা রূপে দেখা ফের দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে টানা ছয় বছর মহিষাসুরমর্দিনীতে অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ঘরনি।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

০২ ১৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে দেবী দুর্গার অন্যতম রূপ কাত্যায়নী রূপে দেখা গেল। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে দেবী দুর্গার অন্যতম রূপ কাত্যায়নী রূপে দেখা গেল। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা।

পল্লবী শর্মা

০৩ ১৪
অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা গেল অর্ণ দেবী রূপে। জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য বিখ্যাত এই নায়িকা।

অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা গেল অর্ণ দেবী রূপে। জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য বিখ্যাত এই নায়িকা।

অঙ্কিতা মল্লিক

০৪ ১৪
অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা গেল দেবী দুর্গারই এক রূপে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা কালরাত্রির ভূমিকায় অভিনয় করলেন।

অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা গেল দেবী দুর্গারই এক রূপে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা কালরাত্রির ভূমিকায় অভিনয় করলেন।

আরাত্রিকা মাইতি

০৫ ১৪
অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ‘আলোর কোলে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত। এ বছর তাঁকেও দেখা গেল দুর্গার একটি রূপ হিসেবে।

অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ‘আলোর কোলে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত। এ বছর তাঁকেও দেখা গেল দুর্গার একটি রূপ হিসেবে।

স্বীকৃতি মজুমদার

০৬ ১৪
ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ও এ বারের মহালয়ার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ও এ বারের মহালয়ার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

শ্রীপর্ণা রায়

০৭ ১৪
দেবী দুর্গা স্কন্দমাতার রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ‘কোন গোপনে মন ছুঁয়েছে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।

দেবী দুর্গা স্কন্দমাতার রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ‘কোন গোপনে মন ছুঁয়েছে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।

শ্বেতা ভট্টাচার্য

০৮ ১৪
দেবী চন্দ্রঘটা রূপে দেখা গেল মোহনা মাইতিকে। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় তিনি।

দেবী চন্দ্রঘটা রূপে দেখা গেল মোহনা মাইতিকে। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় তিনি।

মোহনা মাইতি

০৯ ১৪
দেবী কুষ্মাণ্ডা রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রীকে।

দেবী কুষ্মাণ্ডা রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রীকে।

দিব্যানি মণ্ডল

১০ ১৪
অভিনেত্রী সোমু সরকারকে দেখা যাবে মা লক্ষ্মীরূপে।

অভিনেত্রী সোমু সরকারকে দেখা যাবে মা লক্ষ্মীরূপে।

সোমু সরকার

১১ ১৪
জনপ্রিয় ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি’র নায়িকা ডোনা ভৌমিককে  দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে

জনপ্রিয় ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি’র নায়িকা ডোনা ভৌমিককে দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে

ডোনা ভৌমিক

১২ ১৪
দেবী সরস্বতী রূপে অবতীর্ণ হলেন ঋতু পাইন। ‘মালাবদল’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।

দেবী সরস্বতী রূপে অবতীর্ণ হলেন ঋতু পাইন। ‘মালাবদল’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।

ঋতু পাইন

১৩ ১৪
এ ছাড়াও রয়েছে খুদে শিল্পী ঋষিতা নন্দী।

এ ছাড়াও রয়েছে খুদে শিল্পী ঋষিতা নন্দী।

ঋষিতা নন্দী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE