Photographs of actresses who have played significant characters in this years Mahalaya programme
Ananda Utsav 2024
কোন কোন নায়িকা দেখা দিল এবার দুর্গারূপে- দেখে নিন ফটোগ্যালারি
পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু। প্রতি বছরের মতো এ বছরও আপনার বিনোদনের জন্য চ্যানেলগুলি পরিবেশন করল মহালয়ার অনুষ্ঠান বা মহিষাসুরমর্দিনী। চলুন দেখে নেওয়া যাক এ বার দুর্গার বিভিন্ন রূপে ছোট এবং বড় পর্দার কোন কোন নায়ক নায়িকাদের দেখা গেল।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৮:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
দেবী দুর্গা রূপে দেখা ফের দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই নিয়ে টানা ছয় বছর মহিষাসুরমর্দিনীতে অভিনয় করলেন রাজ চক্রবর্তীর ঘরনি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
০২১৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে দেবী দুর্গার অন্যতম রূপ কাত্যায়নী রূপে দেখা গেল। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা।
পল্লবী শর্মা
০৩১৪
অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা গেল অর্ণ দেবী রূপে। জগদ্ধাত্রী সিরিয়ালের জন্য বিখ্যাত এই নায়িকা।
অঙ্কিতা মল্লিক
০৪১৪
অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে দেখা গেল দেবী দুর্গারই এক রূপে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই নায়িকা কালরাত্রির ভূমিকায় অভিনয় করলেন।
আরাত্রিকা মাইতি
০৫১৪
অভিনেত্রী স্বীকৃতি মজুমদার ‘আলোর কোলে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত। এ বছর তাঁকেও দেখা গেল দুর্গার একটি রূপ হিসেবে।
স্বীকৃতি মজুমদার
০৬১৪
ছোটপর্দা জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ও এ বারের মহালয়ার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
শ্রীপর্ণা রায়
০৭১৪
দেবী দুর্গা স্কন্দমাতার রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ‘কোন গোপনে মন ছুঁয়েছে’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।
শ্বেতা ভট্টাচার্য
০৮১৪
দেবী চন্দ্রঘটা রূপে দেখা গেল মোহনা মাইতিকে। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের জন্য জনপ্রিয় তিনি।
মোহনা মাইতি
০৯১৪
দেবী কুষ্মাণ্ডা রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গেল এই অভিনেত্রীকে।
দিব্যানি মণ্ডল
১০১৪
অভিনেত্রী সোমু সরকারকে দেখা যাবে মা লক্ষ্মীরূপে।
সোমু সরকার
১১১৪
জনপ্রিয় ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি’র নায়িকা ডোনা ভৌমিককে দেখা যাবে সিদ্ধিদাত্রী রূপে
ডোনা ভৌমিক
১২১৪
দেবী সরস্বতী রূপে অবতীর্ণ হলেন ঋতু পাইন। ‘মালাবদল’ ধারাবাহিকের জন্য বিখ্যাত এই অভিনেত্রী।