বড় পরিবারের গাড়ি কেনার ক্ষেত্রে প্রথম পছন্দ হয় এসইউভি গাড়ি। কারণ পুরো পরিবারকে এক গাড়িতে এঁটে ফেলার ক্ষমতা একমাত্র এই গাড়িগুলিতেই রয়েছে। বর্তমান সময়ে গাড়ি কেনার ক্ষেত্রে কেবল স্পিড বা মাইলেজ দেখলেই চলে না, স্মার্ট যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাই স্মার্ট ফিচারযুক্ত গাড়িও। ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই ফোর্ড কোম্পানি তাদের ইকোস্পোর্টেরই এক আপডেটেড ভার্সন আনল বাজারে। বিভিন্ন নতুন ফিচারযুক্ত এই এসইউভি গাড়ির দামও আকাশছোঁয়া নয়, তাই এসইউভিপ্রেমীদের জন্য আদর্শ গাড়ি হল ‘মাই১৯ ফোর্ড ইকোস্পোর্ট’। অন্যান্য এসইউভি-র তুলনায় দামও বিরাট কিছু নয়। ভারতীয় বাজারে এর দাম শুরু হচ্ছে ৭ লক্ষ ৬৯ হাজার টাকা থেকে।
ফোর্ড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও প্রেসিডেন্ট অনুরাগ মলহোত্রের মতে,‘‘সাধ্যের মধ্যে হোক কিংবা দুর্দান্ত নতুন সব ফিচার— ফোর্ড কোম্পানির মূল লক্ষ্যই হল নিজেদের আরও উন্নত করে তোলা। ক্রেতাদের চাহিদাপূরণের মাধ্যমেই সেই উন্নতি সম্ভব। কম দামের মধ্যে উন্নতমানের গাড়ির আদর্শ উদাহরণ হয়ে উঠবে এই নতুন এসইউভি।’’
তবে শুধু ইকোস্পোর্টের আপডেটই নয়, তারসঙ্গেই বাজারে প্রবেশ করছে ‘ইকোস্পোর্ট থান্ডার এডিশন’। প্রিমিয়াম ডুয়েল টোন ইন্টিরিয়রের সঙ্গে পেট্রোল ইঞ্জিন— বাহ্যিক বা অভ্যন্তরীণ সব দিকেই খেয়াল রেখে তৈরি হয়েছে এই নতুন এসইউভি। গ্রাহকদের কাছে ক্লাসি লুক ও ফিল তুলে ধরার জন্য দেওয়া হয়েছে 'সানরুফ'। এ ছাড়া কুয়াশায় আরও ভাল ভাবে দেখার জন্য হেডল্যাম্প ও ফগ ল্যাম্পে পরিবর্তন আনা হয়েছে। পুরো গাড়িটিই তৈরি করা হয়েছে 'ডার্ক থিম'-এর উপর ভিত্তি করে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ও কালো রঙের ফ্রন্ট গ্রিল এবং রিয়ারভিউ মিরর দেখতে পাওয়া যাবে এই এসইউভিতে। এর ডুয়েল টোন বনেট ও দরজার হাতলও এই গাড়িটিকে অন্যান্য এসইউভির থেকে আলাদা করে তুলে ধরবে।
আরও পড়ুন: আরটিগার ধাঁচে মারুতির নয়া এমপিভি এক্সএল ৬ চলে এল বাজারে
আরও পড়ুন: বিএমডব্লিউ আনল আধুনিক প্রযুক্তির বাইক, কী কী সুবিধা, দাম কত?
ইকোস্পোর্টের থান্ডার এডিশনটি তাঁর স্পোর্টি থিম কেবল বাইরেই নয়, বজায় রাখবে গাড়ির ইন্টিরিয়র ডিজাইনেও।'কগনাক অ্যাকসেন্ট' নামক আরামদায়ক গদির ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। কেবল সিটেই নয়, দরজার ভিতরে, সেন্টার কনসোলে এবং ইন্সট্রুমেন্ট প্যানেলেও থাকছে দুর্ধর্ষ স্পোর্টি লুক। এটি শুধু ব্যবহারকারীদের আরাম দেবে এমনই নয়, সম্পূর্ণ গাড়িটিকেই দেবে আলাদা চেহারা। ৯ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত 'স্মার্ট ইন-কার কানেকটিভিটি সিস্টেম' আছে, যা নেভিগেশন ছাড়াও ফোন রিসিভ করা, মেসেজ পড়া এবং গান শোনার কাজে ব্যবহার করা যাবে। চালকের ভয়েস কমান্ডে/ নির্দেশেই কাজ করবে এই কানেকটিভিটি সিস্টেম।
ফোর্ডের থান্ডার এডিশনে পাওয়া যাবে টাইটেনিয়াম ভ্যারিয়েন্টও, যা ১.৫ লিটারের তিনটি সিলিন্ডারযুক্ত পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটারের টিডিসিআই ডিজেল ইঞ্জিনের অপশনেও পাওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy