Russia

Russia-Ukraine War: ফ্যাশন পত্রিকার জন্য ফটোশ্যুটে মগ্ন সস্ত্রীক জেলেনস্কি, বিশ্ব জুড়ে সমালোচনার প্লাবন

জেলেনস্কিকে দেখা গিয়েছিল সেনার পোশাক পরে বন্দুক হাতে মাঠে নেমে পড়তে। সেই ছবি গোটা দুনিয়ায় তারিফ কুড়িয়েছিল বিস্তর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৬:২০
Share:

সস্ত্রীক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে রাশিয়া। কিভ দখলের পথে গুটি গুটি এগোচ্ছে পুতিনের বাহিনী। কার্যত ধূলিসাৎ ইউক্রেনের অর্থনীতি। যুদ্ধের পাশাপাশি ক্ষুধার প্রবল দাপট দেশ জুড়ে। এরই মধ্যে আচমকা প্রকাশ্যে এল একটি ফ্যাশন পত্রিকার জন্য স্ত্রীকে নিয়ে ফটোশ্যুট করছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশ যখন বিপন্ন, তখন হালকা মেজাজে ছবি তোলাচ্ছেন প্রেসিডেন্ট! এই ছবি ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ধারেভারে রাশিয়ার থেকে বহু যোজন পিছিয়ে থাকা সত্ত্বেও স্রেফ মনের জোরে ‘সুপার পাওয়ার’ রাশিয়াকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইউক্রেন। যুদ্ধ শুরুর প্রথমার্ধে জেলেনস্কিকে দেখা গিয়েছিল সেনার পোশাক পরে বন্দুক হাতে মাঠে নেমে পড়তে। সেই ছবি গোটা দুনিয়ায় তারিফ কুড়িয়েছিল বিস্তর। ইউক্রেনীয়দের জান কবুল লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিলেন জেলেনস্কি। তার পর একে একে কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। আচমকাই সেই ছবির পুরোদস্তুর বদল। দেশ যখন দাঁতে দাঁত চেপে লড়ছে রাশিয়ার বিরুদ্ধে, তখন প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেখা গেল একটি ফ্যাশন পত্রিকার জন্য স্ত্রীকে নিয়ে ছবি তোলাতে।

দেশ যখন মরণপণ লড়ছে, তখন প্রেসিডেন্ট স্ত্রীকে নিয়ে ছবি তোলাচ্ছেন! প্রসঙ্গত, ছবিগুলো নিজের নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। এই ছবি দেখে সমালোচনা শুরু হয়েছে প্রেসিডেন্টের। প্রশ্ন উঠছে, তা হলে কি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন জেলেনস্কি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement