Crime

সিঙ্গাপুরে ভারতীয় বৃদ্ধাকে ২৬ বার কুপিয়ে খুন, পরিচারিকাকে যাবজ্জীবন সাজার নির্দেশ আদালতের

ওই পরিচারিকা মায়ানমারের বাসিন্দা। ২০১৮ সালে ভারতীয় বৃদ্ধাকে খুন করা হয় বলে অভিযোগ। গত ৪ জুলাই পরিচারিকার সাজা ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

সিঙ্গাপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৫:৩২
Share:

—প্রতীকী চিত্র।

সিঙ্গাপুরে ভারতীয় বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর পরিচারিকাকে যাবজ্জীবন কারাবাসের সাজার নির্দেশ দিল আদালত। ওই পরিচারিকা মায়ানমারের বাসিন্দা। পরিচারিকার কাজ করতেন সিঙ্গাপুরে। ২০১৮ সালে বৃদ্ধাকে খুন করা হয় বলে অভিযোগ। গত ৪ জুলাই পরিচারিকার সাজা ঘোষণা করা হয়েছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

২০১৮ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিল ওই পরিচারিকা। সেই সময় তার বয়স ছিল ১৭। যদিও পাসপোর্টে পরিচারিকার বয়স ২৩ লেখা ছিল বলে দাবি। সিঙ্গাপুরে পরিচারিকার কাজের জন্য নূন্যতম বয়স ২৩ হতে হবে। সিঙ্গাপুরে একটি এজেন্ট সংস্থায় (যারা পরিচারিকা নিয়োগ করে থাকে) যোগ দেয় ওই কিশোরী। এক ভারতীয় ব্যক্তির বাড়ির পরিচারিকা হিসাবে কাজে যোগ দিয়েছিল সে।

Advertisement

ওই ভারতীয় ব্যক্তি, তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সিঙ্গাপুরে থাকেন। পরিচারিকা যে দিন থেকে ওই বাড়িতে কাজ শুরু করে, তার দু’সপ্তাহ পর সেখানে যান ভারতীয় ব্যক্তির শাশুড়ি। সেটা ২০১৮ সালের ২৬ মে। অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধার সঙ্গে পরিচারিকার সম্পর্ক মোটেই ভাল ছিল না। প্রথম থেকেই পরিচারিকার উপর ওই বৃদ্ধা অত্যাচার চালাতেন বলে অভিযোগ। ২০১৮ সালের ২৫ জুন বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় কথা না শোনায় পরিচারিকাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলেন বৃদ্ধা। অভিযোগ, তার জেরেই রেগে যায় পরিচারিকা। রাগে রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে বৃদ্ধাকে ২৬ বার কোপায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। খুনের পর লুটপাটও চালায় বলে অভিযোগ উঠেছে পরিচারিকার বিরুদ্ধে। পরে তাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় চলতি মাসে পরিচারিকাকে সাজা ঘোষণা করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement