Earthquake

আমেরিকার আলাস্কায় বড়সড় ভূমিকম্প, কম্পনের মাত্রা ৭.৪, সুনামি সতর্কতা জারি

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৩:০৭
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

আমেরিকার আলাস্কা পেনিনসুলা অঞ্চলে ভূমিকম্প। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ৯.৩ কিলোমিটার গভীরে। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। আলাস্কা এমনিতেই ভূমিকম্প প্রবণ। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ, যা সব সময় সক্রিয় থাকে।

Advertisement

১৯৬৪ সালের মার্চে আলাস্কায় বিশাল এক ভূমিকম্প হয়েছিল। রিখটর স্কেলে তার মাত্রা ছিল ৯.২। এত প্রবল ভূমিকম্প এর আগে বা পরে উত্তর আমেরিকায় হয়নি। ওই ভূমিকম্পের জেরে আলাস্কা উপসাগর, পশ্চিম আমেরিকা, হাওয়াইতে সুনামি আছড়ে পড়েছিল। প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছিল সে বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement