viral video

উদয়পুরে রুশ তরুণীকে অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য! প্রতিবাদে মোক্ষম কাজ সমাজমাধ্যম প্রভাবী স্বামীর

মিথিলেশ তাঁর স্ত্রী ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিলেন। সেই সময় পেছন এক জন বলছেন ৬ হাজার -৬ হাজার বলে চিৎকার করে ওঠেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১১:২৬
Share:

ছবি: সংগৃহীত।

বিদেশিনি স্ত্রীকে নিয়ে রাজস্থানে ঘুরতে এসে হয়রানির শিকার হলেন এক সমাজমাধ্যম প্রভাবী। উদয়পুরে বেড়াতে এসে কয়েক জন যুবক তাঁর রাশিয়ান স্ত্রীর উদ্দেশে অশ্লীল ইঙ্গিত করেন বলে অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইউটিউবার মিথিলেশ। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে রাজস্থানের উদয়পুরের সিটি প্যালেসে বেড়াতে যান। সেখানেই একটি খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন। সিটি প্যালেসে তিনি স্ত্রীর ভিডিয়ো করছিলেন মিথিলেশ। সেই সময়ই তাঁর স্ত্রীর দিকে উড়ে আসে কিছু অশ্লীল মন্তব্য। যা মেনে নিতে পারেননি স্বামী। সেখানেই কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে পদক্ষেপ করেন। সেই ঘটনার ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি ভাইরাল হতেই অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে কড়া সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

সেই ভাইরাল হওয়া ভিডিয়ো আনন্দবাজার অনলাইের হাতে এসেছে। মিথিলেশ তাঁর স্ত্রীর ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিলেন। সেই সময় পিছন এক জন ‘৬ হাজার -৬ হাজার’ বলে চিৎকার করে ওঠেন। এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনেই মিথিলেশ ওই ব্যক্তিকে পাল্টা জবাব দেন, ওই যুবক কাকে ৬ হাজার বলছেন তা তিনি বুঝতে পারছেন। বিদেশি মহিলার প্রতি ভারতীয়দের মনোভাব দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। সেখানে তাঁদের সন্তানও উপস্থিত ছিল। ওই ব্যক্তি তাঁদের বেশ কিছু ক্ষণ অনুসরণ করছিলেন বলে দাবি করেছেন মিথিলেশ। তিনি ঘুরে ওই ব্যক্তিকে সটান প্রশ্ন করেন ‘‘আমার স্ত্রী রাশিয়ান, আপনি কী ভাবে এমন কথা বলতে পারেন?’’ অভিযুক্ত তা অস্বীকার করায় তিনি পুলিশকে সমস্ত ঘটনা জানান। সমস্তটাই মিথিলেশ নিজের ক্যামেরায় বন্দি করে রাখেন। সেই ভিডিয়োটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement