গত ২৫ এপ্রিলও কম্পন অনুভূত হয়েছিল ঢাকায়। প্রতীকী ছবি।
সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা। শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশের রাজধানীতে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে এই খবর জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হননি।
কম্পনের উৎসস্থল ছিল দোহার উপজেলা। উৎসস্থলে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশের আবহবিদ মোমাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেছেন, ‘‘ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন অনুভূত হয়েছে।’’
গত ২৫ এপ্রিলও ঢাকায় কম্পন অনুভূত হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২।