Earthquake in Dhaka

১১ দিনের মাথায় আবার ভূমিকম্প ঢাকায়, রিখটার স্কেলে তীব্রতা ৪.৩

শুক্রবার সকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা। কম্পনের উৎসস্থল ছিল দোহার উপজেলা। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১২:৫৩
Share:

গত ২৫ এপ্রিলও কম্পন অনুভূত হয়েছিল ঢাকায়। প্রতীকী ছবি।

সাতসকালে ভূমিকম্পে কাঁপল ঢাকা। শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশের রাজধানীতে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে এই খবর জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হননি।

Advertisement

কম্পনের উৎসস্থল ছিল দোহার উপজেলা। উৎসস্থলে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশের আবহবিদ মোমাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেছেন, ‘‘ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন অনুভূত হয়েছে।’’

Advertisement

গত ২৫ এপ্রিলও ঢাকায় কম্পন অনুভূত হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement