Contact Lenses

মহিলার চোখের ভিতরে আটকে ২৭টি কনট্যাক্ট লেন্স! অস্ত্রোপচার করে বার করলেন চিকিৎসকেরা

জানা গিয়েছে, বছর সাতষট্টির ওই মহিলা ছানির অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন। চিকিৎসকেরা পরীক্ষা করার সময় চোখের মণির উপর নীলচে রঙের কিছু দলা পাকানো অবস্থায় দেখতে পান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮
Share:

মহিলার চোখের ভিতরে দলা পাকানো অবস্থায় ছিল লেন্সগুলি। প্রতনিধিত্বমূলক ছবি।

এক মহিলার চোখের ভিতর থেকে ২৭টি কনট্যাক্ট লেন্স উদ্ধার করলেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে সেগুলি বার করা হয়। কী ভাবে এতগুলি কনট্যাক্ট লেন্স চোখের মধ্যে দীর্ঘ দিন ধরে আটকে ছিল তা ভেবেই অবাক হচ্ছেন চিকিৎসকেরা। ঘটনাটি ব্রিটেনের।

Advertisement

জানা গিয়েছে, বছর সাতষট্টির ওই মহিলা ছানির অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন। চিকিৎসকেরা পরীক্ষা করার সময় চোখের মণির উপর নীলচে রঙের কিছু দলা পাকানো অবস্থায় দেখতে পান। ভাল করে পরীক্ষা করতেই আঁতকে ওঠেন চিকিৎসকেরা। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। অস্ত্রোপচারের সময় দেখা যায় চোখের মণিতে আটকে থাকা দলা পাকানো বস্তুগুলি কনট্যাক্ট লেন্স।

চিকিৎসকেরা জানিয়েছেন, একটি বা দু’টি নয়, একেবারে ২৭টি কনট্যাক্ট লেন্স উদ্ধার হয়েছে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, মহিলার কোনও দিন চোখের কোনও সমস্যা হয়নি। তবে মাঝেমধ্যে চোখ চুলকাতো। বয়সজনিত কারণে হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। তবে চোখে ছানি পড়ায় সম্প্রতি অস্ত্রোপচার করাতে গিয়েই বিষয়টি প্রকাশ্যে আসে।

Advertisement

গত ৩৫ বছর ধরে কনট্যাক্ট লেন্স পরছেন মহিলা। ৩০ দিন অন্তর সেই লেন্স বদলাতেন। রাতে শোয়ার আগে খুলে রাখতেন। কিন্তু মাঝেমধ্যেই সেই লেন্স খুঁজে না পেয়ে ভাবতেন পড়ে গিয়েছে। কিন্তু সেই লেন্সগুলি যে তাঁর চোখের কোণায় আটকে থাকত, তা বুঝতেই পারেননি কোনও দিন। এমনই দাবি মহিলার। তবে এতগুলি কনট্যাক্ট লেন্স মহিলার চোখের ভিতরে আটকে থাকার পরেও কোনও সংক্রমণ বা সমস্যা হয়নি কেন, তা ভেবেই অবাক হচ্ছেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement