Israel-Hamas Conflict

‘প্রেস’ লেখা গাড়িতেও ইজ়রায়েলি বিমানহানা! গাজ়ায় একসঙ্গে পাঁচ জন সাংবাদিককে খুন

‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’-এর সাম্প্রতিক রিপোর্টে দাবি, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত গাজ়ায় ১৬ জন সাংবাদিককে খুন করেছে ইজরায়েলি সেনা। সেই তালিকা এ বার দীর্ঘতর হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০০
Share:

গাজ়ায় হামলার শিকার সাংবাদিকদের গাড়ি। ছবি: রয়টার্স।

যুদ্ধবিধ্বস্ত গাজ়ায় এ বার একসঙ্গে পাঁচ জন সাংবাদিককে খুন করল ইজ়রায়েলি সেনা। বৃহস্পতিবার বিমান হামলায় দক্ষিণ গাজ়ায় ওই পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানিয়েছে।

Advertisement

পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে, ওই পাঁচ সাংবাদিক একটি গাড়িতে নুসেইরত শরণার্থী শিবিরের অদূরে আল-আওদা হাসপাতালে খবর সংগ্রহে গিয়েছিলেন। তাঁদের গাড়িতে ‘প্রেস’ লেখা ছিল বড় হরফে। কিন্তু তা সত্ত্বেও ইজ়রায়েলি বোমারু বিমান গাড়িতে হামলা চালায়। নিহতেরা সকলেই প্যালেস্টাইনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়া সীমান্ত থেকে হামাস যোদ্ধারা ইজ়রায়েলে হামলা চালানোর পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই সঙ্গে ধারাবাহিক ভাবে ইজ়রায়েলি ফৌজের নিশানা হচ্ছেন সাংবাদিকেরা। পরবর্তী সময়ে লেবাননেও একই ঘটনা ঘটেছে। রয়টার্স, আল জাজ়িরা-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরা ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন।

Advertisement

সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)-এর তরফে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর তাঁদের মধ্যে ১৮ জনকে খুন করেছে ইজ়রায়েলি সেনা। এঁদের মধ্যে গাজ়ায় নিহত হয়েছেন ১৬ জন। সেই তালিকা দীর্ঘতর হল বছর ঘোরার আগেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement