বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। ফাইল চিত্র।
আশ্বিনের আকাশের চেনা ছবি কলকাতার আকাশে। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। রোদের তাপে গলদঘর্ম অবস্থা। তবে বেলা গড়ালে কালো মেঘে ঢাকতে পারে শহর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আগে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার প্রভাবে সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার ফলে মাটি হতে পারে পুজোর আনন্দ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও। পুজোর মধ্যে উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। নবমী থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।