Alapan Bandyopadhyay

আলাপন-মামলায় কয়েক কোটি টাকা খরচ রাজ্যের! বিপুল সরকারি ব্যয় নিয়ে দ্বিমত আধিকারিকদের মধ্যে

কেন্দ্রের সঙ্গে আইনি লড়াইয়ে আলাপনকে আইনি সহায়তা দিচ্ছে রাজ্য। প্রশাসনের একটি সূত্রের খবর, এই মামলায় বেশ কয়েক বার আলাপনের হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৪
Share:

প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহেও প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় এক বার দাঁড়ানোর ফি হিসেবে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে ২৫ লক্ষ টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দফতর।

Advertisement

কেন্দ্রের সঙ্গে আইনি লড়াইয়ে আলাপনকে আইনি সহায়তা দিচ্ছে রাজ্য। প্রশাসনের একটি সূত্রের খবর, এই মামলায় বেশ কয়েক বার আলাপনের হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন অভিষেক। প্রতিবারই তাঁর সেই ‘ফি’ মিটিয়েছে রাজ্য। সেই খাতে এখনও পর্যন্ত খরচ হয়েছে কয়েক কোটি টাকা।

এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত অফিসার আলাপনকে কেন আইনি সহায়তা দেওয়া হবে এবং তাঁর জন্য এই বিপুল পরিমাণ টাকা গোনা হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন আধিকারিকদের একাংশ। যদিও অপর একাংশের মতে, যে ঘটনার সূত্রে এই আইনি লড়াই, তখন আলাপন রাজ্যের মুখ্যসচিব হিসেবে কর্মরত। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কাজ করেছিলেন তিনি। ফলে তাঁকে আইনি সহায়তা দেওয়া রাজ্যের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।

Advertisement

তাঁর বিরুদ্ধে কেন্দ্র শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রক্রিয়া শুরু করায় আলাপন কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইবুনালের (ক্যাট) কলকাতা বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। পরে তা দিল্লিতে সরিয়ে নিয়ে গিয়েছিল কেন্দ্র। তার পর থেকে মামলায় প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপনের পাশেই রয়েছে রাজ্য।

প্রশাসনিক সূত্রের খবর, গত ২০ সেপ্টেম্বরেও নির্দেশিকা দিয়ে আইনজীবী অভিষেককে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছে স্বরাষ্ট্র দফতর। এ পর্যন্ত মোট কয়েক কোটি টাকা আইনি খরচ মেটানো হয়েছে।

প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, রাজ্যের মুখ্যসচিব হিসেবে আলাপন মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে কার্যত বাধ্য। গত বছর কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পুরো সময় থাকার বদলে মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজ্য সরকারের কর্মসূচিতে যোগ দিতে হয়েছিল তাঁকে। তাই আলাপনের এই ‘দুঃসময়’-এ তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকারের সর্বোচ্চ মহল। তাই আইনি খরচের ভার বর্তেছে স্বরাষ্ট্র দফতরের উপরে। প্রবীণ আধিকারিকদের একাংশের মতে, আলাপন বর্তমানে রাজ্যের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের (এটিআই) কর্ণধার এবং মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা। ফলে রাজ্যের থেকে আইনি সুবিধা পেতেই পারেন।

তবে প্রবীণ আমলাদের অপর একটি অংশের মতে, রাজ্যের আবেদনের ভিত্তিতে আলাপনের চাকরিজীবনের মেয়াদ তিন মাস বাড়িয়েছিল কেন্দ্র। সেই সময়কালে কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘অ্যাপয়েন্টমেন্টস কমিটি’ তাঁকে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু চাকরিবৃদ্ধির সুযোগ না নিয়ে অবসরগ্রহণ করেছিলেন আলাপন। তার পরে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। তা নিয়ে রাজ্যের ক্যাটে মামলা করেন আলাপন। পরে তা দিল্লির ক্যাটে সরিয়ে নিয়ে যায় কেন্দ্র। কলকাতা ক্যাটের বেঞ্চ চেয়ে মামলার পথে হাঁটেন প্রাক্তন মুখ্যসচিব। সেই মামলারই সহায়তা দিচ্ছে রাজ্য। কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে আলাপনের অবসরকালে। ফলে রাজ্যের থেকে আইনি সহায়তা পেতে পারেন না তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে ইয়াস পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা বৈঠকে তৎকালীন মুখ্যসচিব আলাপন পুরো সময় থাকতে পারেননি। ওই দিনই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে হয়েছিল আলাপনকে। অবশ্য প্রধানমন্ত্রীকে জানিয়ে আলাপনকে সঙ্গে নিয়েই নিজের কর্মসূচিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই কেন্দ্রের কোপে পড়েন আলাপন। সেই সময়ে মুখ্যসচিবের পদে থেকে চাকরির মেয়াদবৃদ্ধির সুবিধা না নিলেও আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। তা নিয়েই এত জটিলতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement