ফাইল চিত্র।
আগামী কয়েক ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হাওয়া অফিস সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সময় বাড়ি বা কোনও নিরাপদ এলাকায় থাকাই সমীচীন।
দুপুরেই বৃষ্টি শুরু হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তার পর বৃষ্টি নাগাড়ে চলতে পারে ১-২ ঘণ্টা অবধি। কলকাতার আংশিক এলাকা ছাড়া ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হতে পারে বৃষ্টি।
গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল, ওড়িশা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তবে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে আবহবিদেরা।