Bangladesh Interim Government

‘শুধু একটা ভোটের জন্য এত মানুষ জীবন দেননি’! ইউনূস সরকারের বার্তায় জল্পনা বাংলাদেশে

নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এখনও জাতীয় সংসদের ভোটের দিন সম্পর্কে কিছু জানাননি। ইউনূসের ইঙ্গিত, ২০২৫-এর শেষ থেকে ২০২৬-এর প্রথমার্ধের মধ্যে ভোট হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২২:০৯
Share:

মুহাম্মদ ইউনূস। —ফাইল ছবি।

শুধুমাত্র একটা নির্বাচনের জন্য বাংলাদেশে চলতি বছরের আন্দোলনে এত মানুষ জীবন দেননি বলে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের সমবায়, যুব ও ক্রীড়া এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার তিনি বলেন, ‘‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটানোর পাশাপাশি আমাদের লক্ষ্য ছিল, বাংলাদেশের মাটি থেকে চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থাকে ধ্বংস করা।’’

Advertisement

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ১৬ অগস্ট তাঁর বিজয় দিবসের বক্তৃতায় বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচনের সম্ভাব্য যে সময়সীমা জানিয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। বিএনপি-সহ বেশ কয়েকটি দল নির্বাচনের আয়োজনের বিষয়ে ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্ষমতায় টিকে থাকতে ইউনূস টালবাহানা করছেন বলেও বিএনপির অভিযোগ। এই পরিস্থিতিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম সমন্বয়ক সজীবের ঘোষণায় নতুন করে ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হল বলে মনে করা হচ্ছে।

সোমবার বিজয় দিবসের ভাষণে ইউনূস জানান, সব শর্ত পূরণ করলে ২০২৫-এর শেষ থেকে ২০২৬-এর প্রথমার্ধের মধ্যে ‘নির্বাচন করা যেতে পারে’। পরের দিন ইউনূসের প্রেস সচিব আবার ব্যাখ্যা দেন, ২০২৬-এর জুনের পরে নির্বাচন হতে পারে। এর পরে মঙ্গলবার ইউনূসের প্রেস সচিব মহম্মদ শফিকুল আলম বলেন, ‘‘স্বৈরাচার জননী শেখ হাসিনা দেশে একটি চোরতন্ত্র চালু করেছিলেন। তার জমানার দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে এটি সর্বোচ্চ অগ্রাধিকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement