শরিকি সমন্বয়ের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে দিল্লির আসন্ন বিধানসভা ভোট নিয়েও। ছবি: পিটিআই।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকীতে দিল্লিতে এনডিএর শরিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডারা। দলের একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রে শরিকি সমন্বয়ের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে দিল্লির আসন্ন বিধানসভা ভোট নিয়েও।
আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে জানুয়ারির গোড়ায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে হারিয়ে এ বার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত আপ সবগুলি আসনে এবং কংগ্রেস প্রায় অর্ধেকে প্রার্থী ঘোষণা করলেও বিজেপি একটি আসনেও প্রার্থীদের নাম জানাতে পারেনি!
দলের একটি সূত্র জানাচ্ছে, অভ্যন্তরীণ টানাপড়েনের পাশাপাশি শরিকি নেতাদের আসনের জন্য ‘চাপ’ এ ক্ষেত্রে অন্যতম কারণ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ২০২০ সালে ৬৭টিতে লড়েছিল বিজেপি। নীতীশ কুমারের জেডিইউ দু’টি এবং প্রয়াত রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি একটিতে। এ বার জেডিইউ তিনটি এবং রামবিলাস-পুত্র চিরাগ দু’টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধরির রাষ্ট্রীয় লোকদল দু’টি আসন চেয়েছেন। এই পরিস্থিতিতে শরিকি টানাপড়েন কাটিয়ে শুক্রবার বিজেপি প্রথম দফার প্রার্থিতালিকা ঘোষণা করতে পারে বলে ওই সূত্র জানাচ্ছে।