Tarapith Temple

Tarapith Temple: শিথিল হল তারাপীঠ মন্দিরের কোভিড বিধি, বজায় থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা

মঙ্গলবার থেকে বিধিনিষেধ শিথিল করা হল। তবে বজায় থাকছে স্যানিটাইজার, মাস্ক এবং সামাজিক দূরত্বের সঠিক বিধি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারাপীঠ শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৪
Share:

ধাপে ধাপে বিধিনিষেধ তোলা হবে তারাপীঠ মন্দিরে। নিজস্ব চিত্র।

মঙ্গলবার থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশের জন্য শিথিল করা হল বেশ কিছু কোভিড বিধিনিষেধ। কোভিডের জন্য ৪ জানুয়ারি মন্দির কমিটি ও প্রশাসন বৈঠক করে কোভিড বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার থেকে সেই বিধিনিষেধ শিথিল করা হল। তবে বজায় থাকছে স্যানিটাইজার, মাস্ক এবং সামাজিক দূরত্বের সঠিক বিধি। মন্দির চত্বরে এ বার ৫০ জনের বেশি পুণ্যার্থী ঢুকতে পারবেন। নজরদারি চালানোর জন্য মন্দিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও মন্দির কমিটির তরফে জানানো হয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘বিধিনিষেধ আমরা এখনই পুরোটা তুলছি না। ধাপে ধাপে বিধিনিষেধ তোলা হবে। ৫০ জন প্রবেশ করার যে নিয়ম ছিল তা কিছুটা শিথিল করা হয়েছে। ভোগ ভাণ্ডারের পরিমাণও কিছুটা বেড়েছে। কোভিড প্রোটোকল মেনেই মন্দির খোলা আছে। মাস্ক পরার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া মন্দির চত্বর এবং গর্ভগৃহে প্রবেশ করার বিষয়ে কড়া নজরদারি রাখা হয়েছে। আমরা যে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম, তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখনই তুলে নেওয়া হচ্ছে না। মাইকিং-এর মাধ্যমে ভক্তদের সচেতন করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা স্বাভাবিকের পথে এগোচ্ছি।’’

অন্য দিকে আগামী বৃহস্পতিবার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেছেন। তার জেরেই সেজে উঠছে মন্দির প্রাঙ্গণ। প্রস্তুতি চলছে জোরকদমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement