Chiranjeevi Super Senior Citizen FD

বছরে ৮.০৫ শতাংশ সুদ! ৮০ ঊর্ধ্বদের জন্য বিশেষ প্রকল্প চালু করল এই ব্যাঙ্ক

৮০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য এ বার বিশেষ এফডি প্রকল্প চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক। তাতে লগ্নি করলে বছরে ৮.০৫ শতাংশ সুদ পাবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৮
Share:

—প্রতীকী ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) পর এ বার আইডিবিআই ব্যাঙ্ক। বাজারে নতুন ফিক্সড ডিপোজ়িট (এফডি) প্রকল্প নিয়ে এল আরও একটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান। প্রবীণ নাগরিকদের কথা ভেবে ওই এফডি চালু করেছে আইডিবিআই কর্তৃপক্ষ। প্রকল্পটির পোশাকি নাম ‘আইডিবিআই চিরঞ্জীবী – সুপার সিনিয়র সিটিজ়েন এফডি’। অন্য দিকে স্টেট ব্যাঙ্কের চালু করা বিশেষ ফিক্সড ডিপোজ়িট প্রকল্পটি ‘এসবিআই প্যাট্রন’ নামে পরিচিতি পেয়েছে।

Advertisement

আইডিবিআই সূত্রে খবর, ৮০ ঊর্ধ্বদের আর্থিক চাহিদা মেটাতে বিশেষ চিরঞ্জীবী এফডি চালু করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির বিশেষ ‘উৎসব এফডি প্রকল্প’ রয়েছে। চিরঞ্জীবী ফিক্সড ডিপোজ়িট এর আওতাভুক্ত। চলতি বছরের (পড়ুন ২০২৫) ৩১ মার্চ পর্যন্ত চিরঞ্জীবী এফডিতে লগ্নি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইডিবিআই কর্তৃপক্ষ।

বিশেষ এই ফিক্সড ডিপোজ়িটে ৮০ ঊর্ধ্বরা ৫৫৫ দিনের জন্য বিনিয়োগ করতে পারবেন। সে ক্ষেত্রে বছরে ৮.০৫ শতাংশ হারে সুদ পাবেন তাঁরা। এই স্কিমে ৩৭৫ দিনের জন্য এফডি করলে ৭.৯ শতাংশ হারে মিলবে সুদ। ৪৪৪ দিন এবং ৭০০ দিনের জন্য চিরঞ্জীবী এফডিতে লগ্নি করলে বার্ষিক সুদের হার ৮ এবং ৭.৮৫ শতাংশ হবে বলে জানিয়েছে আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

চিরঞ্জীবী এফডিতে লগ্নির সর্বনিম্ন সময় সীমা ৩০০ দিন রেখেছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এতে বছরে মিলবে ৭.৫৫ শতাংশ হারে সুদ। প্রসঙ্গত, ‘উৎসব এফডি প্রকল্পে’ সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকরা বেশি সুদ পাবেন। চিরঞ্জীবী প্রকল্পে সুদের হার আরও বাড়িয়েছে আইডিবিআই কর্তৃপক্ষ। সব মিলিয়ে তাঁরা ৬৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement