Tapan Kandu Murder

Jhalda Municipality By Election: ঝালদায় ভোটের আগে ছুটিতে পাঠানো হল তপন-খুনে বিতর্কে জড়ানো সেই আইসিকে

তপন কান্দুর খুনের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন আইসি সঞ্জীব ঘোষ। মৃত কাউন্সিরের ভাইপোর সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক অডিয়ো ক্লিপ ভাইরাল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৯:০৮
Share:

হঠাৎ ছুটিতে আইসি! নিজস্ব চিত্র।

ঝালদার উপনির্বাচনের আগে ‘সরানো’হল ঝালদা থানার ‘বিতর্কিত’আইসি সঞ্জীব ঘোষকে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর রবিবারই রয়েছে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। শনিবার শেষ বারের মতো নির্বাচনী প্রচার সেরে নিয়েছে রাজনৈতিক দল। তার মধ্যেই এল আইসি-র ‘ছুটি’র খবর।

Advertisement

তপন-খুনের ঘটনায় তাঁর স্ত্রী পূর্ণিমা সরাসরি আঙুল তুলেছিলেন আইসি সঞ্জীব ঘোষের দিকে। তাঁর অভিযোগ ছিল, শাসক দলের ঘনিষ্ঠ ওই পুলিশ অফিসার স্বামীকে দল বদলানোর জন্য জোর দিতেন। সেই কাউন্সিলর খুনের পর হতে চলা ভোটের দায়িত্বে থাকছেন না ওই পুলিশ অফিসার।

সঞ্জীব ঘোষের বদলি নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন অবশ্য বলছেন,‘‘আইসি অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন।’’ প্রসঙ্গত, তপন কান্দুর খুনের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন আইসি সঞ্জীব ঘোষ। মৃত কাউন্সিরের ভাইপোর সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। (যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এবার কি বিতর্ক এড়াতে আইসিকে আগেভাগেই ছুটিতে পাঠাল প্রশাসন, প্রশ্ন রাজনৈতিক মহলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement