Bomb recovered

ভোট ঘোষণার আগেই উত্তপ্ত বীরভূম, দিকে দিকে উদ্ধার তাজা বোমা, বন্দুক, দুষ্কৃতীদের ধরতে তৎপরতা

বীরভূমে লোকসভা ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা। জেলায় দিকে দিকে এমন বোমা, বন্দুক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৯
Share:

— প্রতীকী চিত্র।

বীরভূম জেলার দিকে দিকে উদ্ধার তাজা বোমা, বন্দুক। লোকসভা ভোট ঘোষণার আগেই দিকে দিকে এমন বোমা, বন্দুক উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ছ’ড্রাম তাজা বোমা উদ্ধার করেছে নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ। একই সঙ্গে, নানুরে একটি আগ্নেয়াস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইলামবাজারেও ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।

Advertisement

কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তার আগেই উত্তেজনায় টগবগ করে ফুটছে বীরভূম। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ছয় ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল নানুর ও কীর্নাহার থানার পুলিশ। নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, নানুরের তাখোরা ও ব্রাহ্মণখণ্ড গ্রামে তল্লাশি চালিয়ে দুই ড্রাম করে মোট চার ড্রাম তাজা বোমা উদ্ধার করে। পাশাপাশি, নানুরেই এক ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আকাল মোল্লা। বাড়ি নানুর থানার বেলুটি গ্রামে।

পুলিশ সূত্রে খবর, কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে সরদাঙ্গা ও ল’ডাঙ্গা গ্রামের মাঝে একটি পুকুরপারে তল্লাশি চালায়। তখন দুটি ড্রামে তাজা বোমা মজুদ থাকতে দেখা যায়। পুলিশ বোমাগুলিকে বাজেয়াপ্ত করে। নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পুলিশের অনুমান প্রায় ৪২টি তাজা বোমা মজুত আছে ড্রামে। অন্য দিকে, বীরভূমের ইলামবাজার থানা গোপন সূত্রে খবর পেয়ে নাচুনসা গ্রামের নদীর ধার থেকে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement