পরেশ অধিকারী।
কথা ছিল সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার। বদলে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেছিল। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সকালে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মন্ত্রী। বেঞ্চ তাঁকে মামলা করার অনুমতি দিয়েছে। বুধবারই দুপুর ২টোর সময় তাঁর মামলার শুনানি শুরু হওয়ার কথা।
এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নিজের কন্যাকেই অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। মঙ্গলবার এই মামলাতেই হাই কোর্ট তাঁকে রাত আটটার মধ্যে কলকাতায় এসে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তবে পরেশ নির্দিষ্ট সময়ে কলকাতায় পৌঁছতে পারেননি। মঙ্গলবার যে সময়ে তাঁর কলকাতায় সিবিআইয়ের সামনে হাজির হওয়ার কথা ছিল, তার কাছাকাছি সময়ে উত্তরবঙ্গ থেকে ট্রেনে ওঠেন মন্ত্রী। বিমান না পাওয়ায় ট্রেনে সফর করতে হচ্ছে বলে জানা যায়। তবে মঙ্গলবার তাঁকে ট্রেনে উঠতে দেখা গেলেও বুধবার শিয়ালদহ স্টেশনে নামতে দেখা যায়নি তাঁকে। ফলে মন্ত্রী শেষপর্যন্ত সিবিআইয়ের কাছে হাজির হবেন কি না তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। কার্যক্ষেত্রে দেখা গেল, দুপুর একটা পর্যন্ত মন্ত্রী সিবিআইয়ের সামনে হাজির হননি। বদলে তাঁর আইনজীবী পৌঁছেছেন কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। তিনিই মন্ত্রীর হয়ে ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান।