Paresh Chandra Adhikary

Paresh Adhikary: মন্ত্রী কোথায়! ট্রেন থেকে শিয়ালদহে নামলেন না পরেশ, আবেদন ডিভিশন বেঞ্চে?

সিবিআইয়ের তলব পেয়ে মঙ্গলবার রাতেই পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন পরেশ। বুধবার সকালে ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছয়। কিন্তু তাঁকে নামতে দেখা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১০:৫৮
Share:

পরেশ অধিকারী।

রওনা হয়েছিলেন কলকাতায় আসবেন বলে। মঙ্গলবার রাতেই দূরপাল্লার ট্রেনে ওঠেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। সেই ট্রেন শিয়ালদহে পৌঁছনোর কথা ছিল বুধবার সকালে। ট্রেন সময়ে পৌঁছয়। তবে পরেশ পৌঁছননি। বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে পদাতিক এক্সপ্রেস থেকে নামতে দেখা যায়নি পরেশ বা তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীকে। যদিও রেলসূত্রে খবর ছিল, ওই ট্রেনেরই এইচ ১ কামরায় সফর করছিলেন স-কন্যা মন্ত্রী।

Advertisement

সূত্রের খবর, মন্ত্রী পরেশ শিয়ালদহে না নামলেও কলকাতায় আসছেন। মনে করা হচ্ছে বর্ধমানে ট্রেন থেকে নেমে পড়েছেন তিনি। সেখান থেকে হয়তো তিনি সড়কপথে আসবেন সিবিআইয়ের দফতরে।

বিশেষ সূত্রে এ-ও জানা গিয়েছে যে হাই কোর্টের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে পাল্টা ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন মন্ত্রী পরেশ। এসএসসি দুর্নীতি মামলায় কন্যা অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে শিক্ষিকার চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তাঁকে বলে, রাত আটটার মধ্যে কলকাতায় এসে সিবিআই গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে। সেই নির্দেশের বিরুদ্ধেই পরেশ ডিভিশন বেঞ্চে যেতে পারেন বলে খবর। কিন্তু এই সব জল্পনার মধ্যেই মন্ত্রী কোথায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Advertisement

প্রসঙ্গত, সোমবার যখন হাই কোর্ট মন্ত্রীকে কলকাতায় আসার নির্দেশ দিচ্ছে, তখন তিনি উত্তরবঙ্গে নিজের এলাকায় ব্যস্ত ছিলেন দলের কাজে। মিছিল করে জনসভার মঞ্চে এসেছিলেন। তখনই বিষয়টি জানতে পারেন মন্ত্রী। সূত্রের খবর, কিছু ক্ষণের মধ্যেই তিনি মঞ্চ ছাড়েন। পরে জানা যায়, বিমান না পেয়ে ট্রেনে কলকাতায় আসছেন পরেশ। পদাতিক এক্সপ্রেসে উঠেছেন। সঙ্গে রয়েছেন কন্যা অঙ্কিতাও। তার পর বুধবারও তিনি শিয়ালদহে না পৌঁছনোয় মন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement