Traffic Police

Traffic Police: সহকর্মীদের সঙ্গে নাচে মত্ত ধূপগুড়ির ট্র্যাফিক বিভাগের ওসি! ভাইরাল ভিডিয়ো, চলছে বিতর্কও

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্র্যাফিক বিভাগের দফতরের মধ্যে গানের তালে তালে এক দল লোক উদ্দাম  নাচছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১৭:১৮
Share:

এই ছবি ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

নিজের দফতরের মধ্যে উর্দি খুলে নাচে মত্ত ট্র্যাফিক বিভাগের ওসি। তাঁর সঙ্গ দিচ্ছেন সহকর্মীরাও। এমনই অভিযোগ উঠেছে
ধূপগুড়ির ট্র্যাফিক বিভাগের ওসি অভিজিৎ সিংহের বিরুদ্ধে। সম্প্রতি এমনি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্র্যাফিক বিভাগের দফতরের মধ্যে গানের তালে তালে এক দল লোক উদ্দাম নাচছেন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ধূপগুড়ি ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ভাইরাল ভিডিওটি দোলের দিনের। দোল উদ্‌যাপন করতে গিয়েই ট্র্যাফিক পুলিশ কর্মীরা এই বিতর্কের জন্ম দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামীর অভিযোগ, ‘‘থানার মধ্যে নাচগানের দৃশ্য বিহারে দেখা যেত। এটা আজকাল পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। এটাই এখন পশ্চিমবঙ্গের সংস্কৃতি।’’ বিজেপি-র সুরে সুর মিলিয়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ধূপগুড়ির জোনাল সম্পাদক নির্মাল্য ভট্টাচার্যের কথা, ‘‘এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ছিল না। এই সংস্কৃতি তৃণমূলের আমলেই তৈরি হয়েছে। এটা নিন্দাজনক ঘটনা। আরও সচেতন থাকা প্রয়োজন।’’ বাম-বিজেপি-র অভিযোগ নিয়ে, তৃণমূলের জলপাইগুড়ি জেলার সম্পাদক রাজেশ কুমার সিংহের জবাব, ‘‘এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। যদি কিছু ঘটে থাকে তা হলে সেটা পুলিশ সুপার দেখবেন।’’

Advertisement

সহকর্মীদের সঙ্গে ওসি অভিজিৎ সিংহ (খালি গায়ে)। নিজস্ব চিত্র।

বিষয়টি নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্তের বক্তব্য, ‘‘নেটমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োর ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement