Siliguri

Dog: কুকুরে খুবলে খেল জখম যুবকের বাদ দেওয়া হাত! অভিযোগ ঘিরে তুলকালাম উত্তরবঙ্গ মেডিক্যালে

সকালে সঞ্জয়ের সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় তাঁর আত্মীয়রা দেখতে পান, ডান হাতের বাদ যাওয়া ওই অংশটি নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৯:০৩
Share:

সঞ্জয় সরকারের বাদ যাওয়া হাতের অংশ খুবলে খাচ্ছে কুকুর। নিজস্ব চিত্র

কুকুরে খুবলে খাচ্ছে জখম যুবকের বাদ যাওয়া হাত। আর সেই দৃশ্যকে ঘিরে তুলকালাম বাধল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ নিয়ে সোমবার চিকিৎসাধীন যুবকের আত্মীয় পরিজনরা বিক্ষোভ দেখান। ঘটনার জেরে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।রবিবার রাতে শিলিগুড়ির গোরামোড় টি পার্কের সামনে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন দুর্গাদাস কলোনির বাসিন্দা সঞ্জয় সরকার (৩২) নামে এক যুবক। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই সঞ্জয়ের অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় ডান হাতের কিছুটা অংশ। বাদ যাওয়া ওই হাতের অংশটি প্লাস্টিকে মুড়ে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। সঞ্জয়ের মায়ের দাবি, ‘‘সেই সময় চিকিৎসকরা বলেছিলেন, ১০ শতাংশ হলেও সঞ্জয়ের বাদ যাওয়া ওই হাতটি জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।’’

Advertisement

সকালে সঞ্জয়ের সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার সময় তাঁর আত্মীয়রা দেখতে পান, ডান হাতের বাদ যাওয়া ওই অংশটি নেই। এর পর রোগীর পরিবারের সদস্যরা দেখতে পান, ডান হাতের বাদ যাওয়া ওই অংশটি কুকুর খুবলে খাচ্ছে।

সঞ্জয় বাংলা পক্ষের সদস্য। ওই খবর চাউর হতেই বাংলা পক্ষের তরফে হাসপাতাল সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের তরফে আপ্পা দাস বলেন, ‘‘মেডিক্যাল কলেজের চরম গাফিলতির ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। কী ভাবে কুকুর ওয়ার্ডে ঢুকল? রোগীদের সুরক্ষা নেই এখানে। নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? আমরা এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’’

Advertisement

মেডিক্যাল কলেজ সুপার সঞ্জয় মল্লিক বলেন, ‘‘জখম যুবককে রাতেই পুলিশ নিয়ে আসে হাসপাতালে। চিকিৎসকরা হাতটির অংশবিশেষ বাদ দিয়ে তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। বাদ যাওয়া অংশ পরিবারের হাতেও তুলে দেওয়া হয়। তবে কী ভাবে ওয়ার্ড থেকে সেই হাত কুকুর নিয়ে গিয়ে খুবলে খেল তা তদন্ত করে দেখা হবে৷ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারাই যত দ্রুত সম্ভব রিপোর্ট পেশ করবে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে। দোষ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement