John Barla

John barla: সাহায্য করেননি জন বার্লা, উল্টে প্রতারণার শিকার, অভিযোগ আদিবাসী নির্যাতিতার

থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্তের কাছেও অভিযোগ জানান ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:২১
Share:

নিজস্ব চিত্র।

এক ব্যবসায়ীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার দ্বারস্থ হয়েছিলেন এক আদিবাসী মহিলা। তাঁকে সাহায্য করা তো দূরের কথা, উল্টে তাঁর সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বানারহাট থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্তের কাছেও অভিযোগ জানান তিনি। তার পরেই গ্রেফতার করা হয় বানারহাটের অভিযুক্ত ব্যবসায়ী জয় চাঁদ আগরওয়ালকে।

Advertisement

নির্যাতিতা বলেন, ‘‘কয়েক মাস আগে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিলেন জয় পাল। ন্যায় বিচারের জন্য বার্লার কাছে গিয়েছিলাম। কিন্তু সাংসদের কাছ থেকে কোনও সহযোগিতা পাইনি। উল্টে প্রতারণার শিকার হয়েছি।’’

পুলিশ সুপার বলেন, ‘‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত হয়েছে। গ্রেফতারও করা হয়েছে ওই ব্যবসায়ীকে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

এ বিষয়ে জন বার্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আর্থিক প্রতারণা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। গোটা বিষয়টি নিয়ে কেউ রাজনীতি করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement