Wanderers Stadium

ওয়ান্ডারার্সে ‘ওয়ান্ডার’! খেলার মাঝে পুত্রের জন্ম দিলেন তরুণী, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব তরুণের

ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে তৃতীয় এক দিনের ম্যাচ চলাকালীন সন্তানের জন্ম দিলেন এক তরুণী। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৯
Share:

(বাঁ দিকে) ওয়ান্ডারার্সের জায়ান্ট স্ক্রিনে সন্তান জন্মের সুখবর। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তরুণ (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

সিরিজ়ের ভাগ্য আগেই ঠিক হয়ে যাওয়ায় নিয়মরক্ষার ম্যাচের প্রতি আগ্রহ তেমন ছিল না। সেই কারণে খেলার বাইরে অন্য আনন্দে মাতল ওয়ান্ডারার্স। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে তৃতীয় এক দিনের ম্যাচ চলাকালীন সন্তানের জন্ম দিলেন এক তরুণী। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

Advertisement

খেলা চলাকালীন এক তরুণীর প্রসবযন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্টেডিয়ামের মধ্যে থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন ওই তরুণী। এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, “স্টেডিয়ামেই পুত্রের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।” এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় এক জনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

Advertisement

রবিবার পাকিস্তান ক্রিকেটের জন্যও গর্বের দিন ছিল। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম করল তারা। বিদেশের মাটিতে অধিনায়ক হিসাবে সফল মহম্মদ রিজ়ওয়ান। সিরিজ়ের সেরা হয়েছেন ওপেনার সাইম আয়ুব। অপর ওপেনার আবদুল্লা শফিক অবশ্য লজ্জার রেকর্ড গড়েছেন। তিনটি ম্যাচেই শূন্য রানে ফিরেছেন তিনি।

প্রথম এক দিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানে। জোহানেসবার্গে তৃতীয় এক দিনের ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জেতে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানই একমাত্র দল, যারা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে এক দিনের সিরিজ়ে চুনকাম করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement