Sustainable Fashion

মায়ের পুরনো শাড়িতেই অনন্যা! ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মিশেল ধরা পড়ল ভূমির সাজে

কখনও কার্পেট দিয়ে স্কার্ট বানিয়ে পরেছেন ভূমি, কখনও আবার শরীর দেখানো পোশাক পরেই নজর কেড়েছেন অনুরাগীদের। কখনও তাঁর পোশাক পরার কায়দা প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার শৌখিনীরা ট্রোলও করছেন অভিনেত্রীকে। এ বার মায়ের শাড়ি পরে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুললেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭
Share:

মায়ের পুরনো শাড়িতেই মোহময়ী সাজে ধরা দিলেন ভূমি। ছবি: সংগৃহীত।

পোশাক নিয়ে সম্প্রতি যে সব বলি তারকা বেশ পরীক্ষা-নিরীক্ষা করছেন, তাঁদের মধ্যে ভূমি পেডনেকর রয়েছেন প্রথম সারিতে। কখনও কার্পেট দিয়ে স্কার্ট বানিয়ে পরেছেন তিনি, কখনও আবার শরীর দেখানো পোশাক পরেই নজর কেড়েছেন অনুরাগীদের। কখনও তাঁর পোশাক পরার কায়দা প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার শৌখিনীরা ট্রোলও করছেন অভিনেত্রীকে। এ বার মায়ের শাড়ি পরে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুললেন নায়িকা। মায়ের শাড়ি পরেননি, এমন তরুণীর খোঁজ পাওয়া মুশকিল। সেই তালিকা থেকে বাদ পড়েন না বলিউডের অভিনেত্রীরাও। সোনাক্ষী সিন্‌হা তাঁর মায়ের পুরনো সাদা বেনারসি পরেই বিয়ে করেছিলেন। জাহ্নবী কপূর হোন বা অন্যনা পাণ্ডে— বিভিন্ন সময় তাঁদের পরনে দেখা গিয়েছে তাঁদের মায়েদের পোশাক। সম্প্রতি ভূমিও মায়ের শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছেন অনুরাগীদের।

Advertisement

মায়ের পুরনো শাড়িকেই নতুন অবতারে পরেছেন ভূমি। সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে এটি ছবি ভাগ করেছেন। ছবিতে তাঁর পরনে সোনালি রঙের টিস্যু শাড়ি। ক্যাপশনে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন এই শাড়িটি তাঁর মায়ের। মায়ের খুব সাধারণ শাড়িটির পুরো ভোল বদলে ফেলেছেন নায়িকা। ব্লাউজ় নয়, ব্রোকেডের পেপলাম করসেটের সঙ্গে শাড়িটি পরেছেন তিনি। করসেটের সুইটহার্ট নেকলাইন ভূমির সাজে যেন অন্য মাত্রা এনেছে। মায়ের সাবকি শাড়ির সঙ্গে করসেটের যুগলবন্দিতে ভূমির সাজে যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ঘটেছে। করিনা কপূর, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, সারা খানের মতো ভূমিও এখন পরিবেশবান্ধব ফ্যাশনের পথে হাঁটছেন, এ কথা তাঁর সাজ দেখেই স্পষ্ট।

দূষণ যত বাড়ছে, ততই চল বাড়ছে পরিবেশবান্ধব জিনিসপত্রের। পিছিয়ে নেই ফ্যাশন জগৎও। তাই শাড়ি, সালোয়ার, লেহঙ্গা, শার্ট, পাঞ্জাবি— রকমারি পোশাক তৈরির ক্ষেত্রেই ইদানীং পোশাকশিল্পীরা পরিবেশের কথা মাথায় রেখেই কাজ করতে চাইছেন। কাপড়ের উপাদান থেকে শুরু করে রং, সমস্তটাই প্রকৃতি থেকে তৈরি হলে তাকেই পরিবেশবান্ধব পোশাক বলে। এই ধরনের পোশাক কাচলেও সেই জলে কোনও ক্ষতিকর রাসায়নিক থাকে না। সেই জল পরিবেশ দূষণ বাড়ায় না। পাশাপাশি, ত্বকের জন্যও ভাল এই ধরনের পোশাক। পুরনো পোশাককেই আবার নতুন আঙ্গিকে পরার চলও ইদানীং বেড়েছে। সবটাই হচ্ছে পরিবেশবান্ধব ফ্যাশনের প্রতি শৌখিনীদের ঝোঁক বাড়ছে বলে। মা-দিদিমাদের পুরনো শাড়িকে কী ভাবে নতুন আঙ্গিকে তুলে ধরা যায়, বলি নায়িকাদের সাজে তার ভূরি ভূরি উদাহরণ চোখে পড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement