এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মোটরবাইকে চেপে যাচ্ছিলেন তিন জন। দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা দেয় ডাম্পার। দুর্ঘটনায় মৃত্যু হয় প্রৌঢ় আরোহীর। এই ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের ভগবানগোলা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভগবানগোলার দিঘা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেপরোয়া ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকের। সেই বাইকে সওয়ার ছিলেন তিন জন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসার সময় তপন কুমার নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। বাকি দু’জনের চিকিৎসা চলছে।
ওই দুর্ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকায়। জিয়াগঞ্জ-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়েরা। রাস্তায় জিনিসপত্র জড়ো করে তাতে আগুন লাগিয়ে দেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে ওই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে যান চলাচল করে। তাঁদের আরও অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে। সে কারণে আহতদের হাসপাতালে ভর্তি করাতে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।