এ ভাবেই ‘শাস্তি’ পেতে হয়েছিল ওই বধূকে (বাঁ দিকে)। ফাইল চিত্র।
কাজের জন্য বাড়ির বাইরে পা রাখায় মাথা মুড়িয়ে ‘শাস্তির নিদান’ দিয়েছিল সালিশি সভা। এমনই অভিযোগ উঠেছিল ডেবরায়। এ বার ওই বধূকে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ। রবিবার তাঁকে দুই মেদিনীপুরের সীমানা সংলগ্ন এলাকা রাতুলিয়া থেকে উদ্ধার করে তোলা হয় আদালতে। সেখানে বিচারকের সামনে গোপন জবানবন্দি দেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ওই বধূর নাবালিকা মেয়েকেও উদ্ধার করেছে জেলা প্রশাসন। তাকে সরকারি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
গত বৃহস্পতিবার ডেবরা থানায় বধূ নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন তাঁর মা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই বধূকে ন্যাড়া করা হয়েছিল। এই ঘটনায় শুক্রবার দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ডেবরার চক অনন্ত গ্রামের ওই বধূ কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। বাড়ি ফিরতেই গ্রামে সালিশি সভা বসিয়ে বধূকে ন্যাড়া করানো হয়েছিল। ঘটনার পর পালিয়ে যান ওই মহিলা। রবিবার তাঁকে উদ্ধার করে পুলিশ।
প্রশাসন জানতে পারে যে ওই মহিলার স্বামী অসুস্থ থাকায় তাঁর শিশুকন্যাকে কিছু টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তদন্তে নেমে ওই শিশুকেও উদ্ধার করে প্রশাসন।