সিপিএমের লোকাল কমিটির প্যাডের কাগজে লেখা চাকরির ‘সুপারিশপত্র’।
এসএসসি দুর্নীতি মামলা নিয়ে শোরগোলের আবহে সম্প্রতি নেটমাধ্যমে সিপিএমের লোকাল কমিটির প্যাডের কাগজে লেখা চাকরির ‘সুপারিশপত্র’ (সেটি আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) ছড়িয়ে পড়েছে। যে ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল, তিনি চিঠিতে উল্লিখিত স্কুলে চাকরি করেন না। ভাইরাল সুপারিশপত্র ঘিরে বিতর্কের মাঝে শনিবার এ কথা জানালেন পশ্চিম মেদিনীপুরের ধেরুয়া অঞ্চল তৃণমূলের উপপ্রধান কাজল সিংহ।
শুক্রবার ফেসবুকে ভাইরাল হয় একটি পোস্ট। সেখানে দেখা গিয়েছে, মলিন একটি প্যাডের কাগজ। যার উপরে লাল রঙে ছাপানো লেখা, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পাচরা লোকাল কমিটি। যিনি ছবিটি পোস্ট করেছেন, তিনি বিবরণীতে লিখেছেন, ‘আমরাও চিরকুটে প্রেম করতাম। কিন্তু সিপিএম চাকরি করত...।’ যে প্যাডের কাগজটি তিনি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, চিঠিটি ২০০৮ সালের ২৭ ডিসেম্বর কমরেড খগেন্দ্রনাথ মাহাতোর উদ্দেশে লেখা হয়েছে। স্পষ্ট অক্ষরে সেখানে লেখা, ‘কমরেড, আমি শ্রী মোহিতলাল হাজরা গ্রাম পালজাগুল পোস্ট জাগুল জেলা পশ্চিম মেদিনীপুর জানি ও চিনি। এবং খুব দুঃস্থ পরিবারের ছেলে। বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত। একে আপনার কাছে পাঠালাম। ধেড়ুয়া অঞ্চল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি পদে যে লোক নেওয়া হবে, সেই বিষয়ে যাহাতে একে নেওয়া যায়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে অনুরোধ করছি। পরে আপনার সাথে সাক্ষাৎ করে নেব।’ নীচে প্রেরকের নাম লেখা জয়জীম আহাম্মদ।
এই চিঠি নিয়ে বিতর্ক শুরু হতেই সিপিএমের তরফে জানানো হয়, ওই চিঠি দলের কেউ দেয়নি। তাদের যুক্তি, চিঠিতে যাঁর নামে স্বাক্ষর রয়েছে, তাঁর পদে কোনও উল্লেখ নেই। এ নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূল নেতা কাজল বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিঠির খবর পেয়েই ওই স্কুলে গিয়েছিলাম। প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলেছি। মোহিতলাল হাজরা নামে কোনও ব্যক্তি ওই স্কুলে কাজ করেন না।’’