Saayoni Ghosh

৪০ মিনিটের সফর, আম আদমির সঙ্গেই দিল্লি মেট্রোয় চেপে সংসদে গেলেন সাংসদ সায়নী

শুক্রবার দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। প্রায় ৪০ মিনিটের মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৪ ১৭:৫০
Share:

সায়নী ঘোষ। শুক্রবার দিল্লি মেট্রোয়। ছবি: সংগৃহীত।

দিল্লি মেট্রোয় সওয়ার হয়ে সংসদে গেলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শুক্রবার দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। প্রায় ৪০ মিনিটের মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে।

Advertisement

সাধারণ মানুষের ভিড় মেট্রোয় গাঢ় নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাদবপুরের নবনির্বাচিত সাংসদকে। গত মঙ্গলবারই সাংসদ হিসাবে শপথ নিয়েছেন তিনি। লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আড়াই লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছেন সায়নী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement