Lighting Diya Benefits

বাড়িতে দিক অনুযায়ী প্রদীপ জ্বালালে নানা দিক দিয়ে উপকার পাওয়া যায়, জেনে নিন সেগুলি কী

কিন্তু সঠিক সময়ে যে কোনও সমস্যার যদি সমাধান না করা যায়, তা হলে জীবনকে সঠিক দিকে চালনা করা সম্ভব হয় না। জ্যোতিষশাস্ত্রে এই সকল জটিল সমস্যার কিছু সহজ সমাধানের কথা বলা রয়েছে। বাড়িতে দিক অনুযায়ী প্রদীপ জ্বালানো তেমনই একটি সহজ টোটকা।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৭:৪৩
Share:

—প্রতীকী ছবি।

আমরা প্রায় সকলেই বাড়িতে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাই। কিন্তু প্রদীপের মধ্যে যে নানা অসাধারণ ক্ষমতা লুকিয়ে রয়েছে তা আগে জানতেন? বাড়িতে প্রদীপ জ্বালানোর অনেক শুভ ফল রয়েছে। আমাদের জীবনে মাঝেমধ্যেই নানা দিক থেকে বহু সমস্যা একসঙ্গে আসতে শুরু করে। এর ফলে আমরা অনেক দিক থেকে পিছিয়ে পড়ি এবং জীবনে কোনও কিছুই যেন আর ঠিক ভাবে চলে না। অনেক সময় এই সমস্যা কেন হচ্ছে তা-ও আমরা বুঝতে পারি না। এর ফলে সমাধানও খুঁজে পাই না। কিন্তু সঠিক সময়ে যে কোনও সমস্যার যদি সমাধান না করা যায়, তা হলে জীবনকে সঠিক দিকে চালনা করা সম্ভব হয় না। জ্যোতিষশাস্ত্রে এই সকল জটিল সমস্যার কিছু সহজ সমাধানের কথা বলা রয়েছে। এগুলি বাড়িতে বসেই প্রয়োগ করা যায়, এর জন্য বাইরে থেকে আলাদা করে কোনও জিনিস কিনে আনার প্রয়োজনও পড়ে না। বাড়িতে দিক অনুযায়ী প্রদীপ জ্বালানো তেমনই একটি সহজ টোটকা। এর দ্বারা জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাবেন।

Advertisement

দেখে নেব প্রদীপ জ্বালানোর মাধ্যমে কোন কোন সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়:

বাড়িতে টাকাপয়সার সমস্যা:

Advertisement

অর্থসঙ্কট কিছুতেই পিছু ছাড়ছে না? এই ক্ষেত্রে বাড়ির উত্তর দিকে একটা প্রদীপের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে জ্বালুন। পর পর ২১ দিন এই কাজ করতে হবে। কিছু দিনের মধ্যেই টাকাপয়সার সমস্যার সমাধান জীবন থেকে বিদায় নিতে শুরু করবে।

বাড়িতে সুখশান্তির জন্য:

বাড়িতে প্রতি দিন যে কোনও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝামেলা লেগেই রয়েছে, বাড়ির বাকি সদস্যদের সঙ্গে সম্পর্কেরও অবনতি দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে বাড়ির পশ্চিম দিকে একটা প্রদীপে দুটো লবঙ্গ দিয়ে জ্বালুন, কিছু দিনের মধ্যে বাড়ির শান্তি ফিরে আসবে।

যে কোনও সঙ্কট হঠাৎ আসলে:

যে কোনও সঙ্কট যেমন পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা বা আরও অন্য যে কোনও সমস্যা জীবনে হঠাৎ এসে পড়লে বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপে দুটো লবঙ্গ দিয়ে জ্বালুন। সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।

যে কোনও ইচ্ছা পূরণ করতে:

যদি কোনও কাজ দীর্ঘ দিন ধরে আটকে থাকে বা মনের কোনও সুপ্ত ইচ্ছা পূরণ করতে চাইলে বাড়ির পূর্ব দিকে ২১ দিন একটা প্রদীপে দুটো লবঙ্গ দিয়ে জ্বালুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement