EV Car

চার চাকার বৈদ্যুতিকে আগ্রহ বেশি

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়িও দাবি করেন, এই ক্ষেত্রে পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ভারত গাড়ি ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থান দখল করবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৭:৪৮
Share:

গাড়ি বিক্রেতাদের (ডিলার) সংগঠন ফাডা জানাচ্ছে, ২০২৪-এ প্রথাগত জ্বালানির যাত্রী গাড়ি বিক্রি বেড়েছে ৫.১৮%। —প্রতীকী চিত্র।

গত বছর দেশে চার চাকার গাড়ি বিক্রির হাল যে খুব একটা ইতিবাচক নয়, তা আগেই সামনে এসেছে। এ বার তথ্য বলছে, চার চাকার পেট্রল-ডিজ়েল চালিত গাড়ির চেয়ে দ্রুত হারে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি। গাড়ি বিক্রেতাদের (ডিলার) সংগঠন ফাডা জানাচ্ছে, ২০২৪-এ প্রথাগত জ্বালানির যাত্রী গাড়ি বিক্রি বেড়েছে ৫.১৮%। সেখানেই ইভি-র বৃদ্ধি ১৯.৯৩%। শনিবার নয়াদিল্লিতে গাড়ি মেলায় কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, ‘‘দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। ২০২৪ সালে ১৪ লক্ষের বেশি এই গাড়ি বিক্রি হয়েছে। যা মোট গাড়ি বিক্রির ৫.৬%। এক বছর আগে ছিল ৪.৪%।’’

Advertisement

অপর কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়িও দাবি করেন, এই ক্ষেত্রে পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে ভারত গাড়ি ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থান দখল করবে। এখন এই শিল্পের আয়তন ২২ লক্ষ কোটি টাকা। আগামী পাঁচ বছরের মধ্যে তা চার গুণের বেশি বাড়বে।

ফাডা তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২৩-এ দেশে চার চাকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল প্রায় ৮৩,০০০। গত বছর হয়েছে ৯৯,০০০-এর বেশি। মোট গাড়ি বিক্রির (প্রায় ৪০.৭৪ লক্ষ) নিরিখে তা সামান্য। কিন্তু বিক্রির গতি যে ইভি-র ক্ষেত্রে অনেকটাই দ্রুত, সেটা স্পষ্ট। সংগঠনের সর্বভারতীয় সভাপতি সি এস বিজ্ঞেশ্বর জানান, ক্রেতাদের পছন্দ পাল্টাচ্ছে। বিবিধ কারণে এখন আরও বেশি মানুষ ইভি কিনছেন। গত বছরের বিক্রির তথ্য সেই প্রবণতাই প্রমাণ করে। তার উপরে ২০২৪ সালে দু’চাকার ইভি বিক্রিও প্রায় ৩৩.৫% বেড়ে পৌঁছেছে ১১.৫ লক্ষের কাছাকাছি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement