Arvind Kejriwal

আপের তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করল পুলিশ, বিতর্ক

যাদের বিরুদ্ধে তথ্যচিত্র বন্ধ করার অভিযোগ উঠেছে সেই দিল্লি পুলিশের বক্তব্য, নির্বাচন ঘোষণার পরে এ ধরনের কোনও তথ্যচিত্র প্রদর্শন করার আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিতে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৭:৫০
Share:

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

তথ্যচিত্র প্রদর্শন নিয়ে এ বার বিতর্কে জড়িয়ে পড়ল আম আদমি পার্টি (আপ) ও বিজেপি।

Advertisement

অরবিন্দ কেজরীওয়াল ও মণীশ সিসৌদিয়ার গ্রেফতারির পিছনে ষড়যন্ত্রের কাহিনি, তাঁদের জেলযাত্রা ও শেষে জামিনে মুক্তি নিয়ে একটি তথ্যচিত্র আজ সকালে সাংবাদিকদের দেখানোর পরিকল্পনা করেছিলেন কেজরীওয়ালরা। কিন্তু অনুমতি না থাকায় দিল্লি পুলিশ ওই তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করে দেয়। পুলিশ জানায়, তথ্যচিত্র দেখানোর জন্য নির্বাচন কমিশনের অনুমতির প্রয়োজন। কিন্তু আপ নেতৃত্বের কাছে সেই ছাড়পত্র ছিল না। তাই সেটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে।

আপ নেতৃত্বের পাল্টা বক্তব্য, বিজেপির নির্দেশে দিল্লি পুলিশ তথ্যচিত্র প্রদর্শন বন্ধ করেছে। আপের আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল বলেন, “আম আদমি পার্টির উপরে একটি তথ্যচিত্র বানানো হয়েছিল। আজ যখন তা সাংবাদিকদের দেখানোর কথা ছিল, তখন তা পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয় বিজেপি। আমার প্রশ্ন, কেন বিজেপি এত ভয় পেয়ে আছে? কেন তারা ওই তথ্যচিত্র বন্ধ করতে চাইছে?” তাঁর কথায়, “আসলে ওই তথ্যচিত্রে আপ নেতৃত্বের বিরুদ্ধে হওয়া সমস্ত ষড়যন্ত্রকে তুলে ধরা হয়েছে। কী ভাবে আপ নেতাদের গ্রেফতার করা হয়েছে তা দেখানো হয়েছে। ওই তথ্যচিত্র বিজেপি সরকারের সমস্ত অনৈতিক ও অসাংবিধানিক কাজকে তুলে ধরেছে।” আপ নেতৃত্ব জানিয়েছেন, তথ্যচিত্রে কোনও ধরনের রাজনৈতিক প্রচার ছিল না। কোনও রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার দেখানো হয়নি, ভোটও চাওয়া হয়নি। কেজরীওয়াল বলেন, “তথ্যচিত্রের বিষয়বস্তুতেই ভয় পেয়ে গিয়েছে বিজেপি।”

Advertisement

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব পাল্টা বলেন, “কেজরীওয়াল ও তাঁর দল মনে করে, তারা আইনের ঊর্ধ্বে। তাই অনুমতি ছাড়াই তথ্যচিত্র প্রদর্শন করছিলেন। পুলিশ গিয়ে বন্ধ করার পরে এখন অহেতুক বিতর্ক তৈরি করছেন কেজরীওয়াল।”

যাদের বিরুদ্ধে তথ্যচিত্র বন্ধ করার অভিযোগ উঠেছে সেই দিল্লি পুলিশের বক্তব্য, নির্বাচন ঘোষণার পরে এ ধরনের কোনও তথ্যচিত্র প্রদর্শন করার আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে কমিশনের কাছ থেকে কোনও অনুমতি না চেয়ে রাজনৈতিক দল নিয়ম ভেঙেছে। তাই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement