Fire

Fire: চলন্ত গাড়ি আচমকা জ্বলন্ত, বরাতজোরে বাঁচলেন ধনিয়াখালির দুই আরোহী

দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি বিদ্যুতের টাওয়ারে আচমকা বাজ পড়ে। সেই বাজের ঝলকানি থেকে আগুন লেগে যায় একটি গাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধনিয়াখালি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৯:০৪
Share:

তখনও জ্বলছে গাড়ি। — নিজস্ব চিত্র।

বাজের ঝলকানি থেকে আচমকা জ্বলে উঠল চলন্ত গাড়ি। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হুগলির দাদপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। গাড়ির চালক এবং সওয়ারি অবশ্য ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন।

Advertisement

মঙ্গলবার গাড়িতে চড়ে সিঙ্গুর যাচ্ছিলেন ধনিয়াখালির বাসিন্দা সবিতা সাহা। গাড়ি চালাচ্ছিলেন কিতাবুল মল্লিক নামে এক যুবক। দাদপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি যখন ওঠে তখন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। দাদপুরের মহেশ্বরপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে একটি বিদ্যুতের টাওয়ারে আচমকা বাজ পড়ে। সেই বাজের ঝলকানি থেকে সবিতার গাড়িতে আগুন ধরে যায়। সবিতা বলেন, ‘‘গাড়িতে এসি চলছিল। গাড়ির কাচও নামানো ছিল। বাজ পড়ার পর তার ঝলকানি দেখতে পাই। আচমকা গাড়ির সামনে আগুনের হলকা দেখতে পাই। ইঞ্জিনের সামনে থেকে ধোঁয়া বেরোতে থাকে। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয়নি। দ্রুত আগুন গোটা গাড়িটাকেই গ্রাস করে।’’ আগুন গাড়িতে ছড়ানোর আগেই দৌড়ে গিয়ে একটি কারখানায় আশ্রয় নেন সবিতা। তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ। তিনি বলেন, ‘‘কপাল জোরে বেঁচে গিয়েছি।’’

কাছেই ছিল দাদপুর থানার পুলিশের একটি পেট্রোলিং ভ্যান। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তত ক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। গাড়িচালক কিতাবুল বলেন, ‘‘হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও আগুন জ্বলতে থাকে। গাড়ি থেকে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পাই। গোটা গাড়িটা নিমেছে পুড়ে ছাই হয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement