ফাইল চিত্র।
অনুব্রত মণ্ডলের জামিনের জন্য বিচারক হুমকি চিঠি দেওয়া হয়েছে তাঁর নামে। তিনি বাপ্পা চট্টোপাধ্যায়। কর্মসূত্রে বর্ধমানের এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক। রাজনৈতিক পরিচয়ে তৃণমূলের জেলাভিত্তিক কর্মচারী সংগঠনের সদস্যও। তবে এই হুমকি-চিঠির ব্যাপার শুনে বাপ্পা যদিও আকাশ থেকে পড়েছেন। আনন্দবাজার অনলাইনের প্রতিনিধিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি এ বিষয়ে কিছু জানিই না। আপনাদের কাছ থেকে প্রথম শুনছি।’’
মঙ্গলবার যখন বাপ্পা এ কথা বলছেন, তার তিন দিন আগেই যদিও তাঁর নামে হুমকি চিঠি পৌঁছেছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে। সেই চিঠিতে লেখা, ‘গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন। না হলে আপনি এবং আপনার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’ খামের উপর ব্যবহার করা হয়েছে বাপ্পার নামাঙ্কিত সিলমোহর। বাপ্পা বলছেন, ‘‘আমার কিছুই জানা নেই।’’ তিনি আরও বলেন, ‘‘সিলমোহর তো আমার কাছেই থাকে। বেহাত হয়নি। তা হলে ধরে নিতে হবে কেউ ওই সিলমোহর নকল করেছে।’’